শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসজি ছাড়ার গুজবে ‘বিরক্ত’ নেইমার

স্পোর্টস ডেস্ক: ট্রান্সফারের রেকর্ড গড়েই বার্সেলোনা ছেড়ে পিএসজি’তে পাড়ি জমিয়েছিলেন নেইমার। সেই যে বার্সেলোনা ছাড়লেন তারপর থেকে ট্রান্সফার গুজব পিছু ছাড়ছে না নেইমারের। তারপর থেকেই ধারাবাহিক গুঞ্জন, প্যারিস ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমগুলো তো প্রায় প্রতিদিনই নেইমারের ট্রান্সফার গুজবে ঘি ঢেলে যাচ্ছে। এইসব গুজবে ভীষণ বিরক্ত ব্রাজিলিয়ান সেনসেশন। রোববার লিগ ওয়ানের ‘মৌসুম-সেরা’ খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। সেই অনুষ্ঠানে নিজের ট্রান্সফারের গুজব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নেইমার।

গেল আগস্টেই বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন নেইমার। তবে ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে পিএসজি’র লিগ ওয়ান শিরোপা জয়সহ বেশ কয়েকটি শিরোপা উদযাপনে দলের সাথে থাকতে পারেননি তিনি। কিন্তু ফরাসি লিগে খেলা ২০ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। সেই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ লিগ ওয়ানের ‘মৌসুম-সেরা’ খেলোয়াড় নির্বাচিত হন তিনি। প্যারিসে তার হাতে এ পুরস্কার তুলে দেন তারই স্বদেশী কিংবদন্তি রোনাল্ডো।

সেই অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে নেইমার বলেছেন, ‘শুধুমাত্র বিশ্বকাপ নিয়ে ভাবছি। প্রত্যেক ট্রান্সফারই একই রকম। ব্যক্তিগতভাবে, আমার জন্য কোন বিষয়ে কথা বলার সময় নয় এখন। সবাই জানে, আমি কেন এখনে এসেছি, আমার উদ্দেশ্য কি?’

২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান সেনসেশন আরো বলেছেন, ‘আমার লক্ষ্য এখন বিশ্বকাপ এবং ট্রান্সফার বা ট্রান্সফারের বিষয়ে কথা বলার সময় এখন নয়। আমার সারা জীবনে, প্রত্যেক ট্রান্সফার নিয়েই কথা উঠেছে এবং এটা বিরক্তিকর।’

এর আগে শনিবার পিএসজি’র চেয়ারম্যান নাসের আল-খেলাইফি নেইমারের ট্রান্সফারের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘কে বলেছে নেইমার পিএসজি’তে থাকছে না? কেউ কি বলেছে? কেউই বলেনি। আমাদের সাথে নেইমারের চুক্তি আছেÑ২০০০ পার্সেন্ট নিশ্চিত, সে আগামী মৌসুম এখানে থাকছে। আমি নিশ্চিত, নেইমার এখানে থাকতে চায়।’

এদিকে লিগ ওয়ানের ‘মৌসুম-সেরা’ খেলোয়াড় নির্বাচিত হতে পেরে দারুণ আনন্দিত নেইমার বলেছেন, ‘আমি আমার দল ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। সদ্য শেষ হওয়া মৌসুম নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আমি আমার বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাইÑআমি খুবই খুশি। এটা খুবই সম্মানেরÑআমার সতীর্থদের ছাড়া আমি এটা জিততে পারতাম না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়