শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৫:২৭ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের আমলে খেলাধুলায় ভালো করছে দেশ : পরিকল্পনামন্ত্রী

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণের পিপুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আ.জ.ম ফরিদ উদ্দিন স্মরণে ডাবর এলইডি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেন, আওয়ামী লীগ আমলে যেমনি উন্নয়ন হয়, তেমনি খেলাধুলায় বিশ্বের অন্যান্য দেশের সাথে ভালো করছে।

গতকাল রোববার বিকেলে সদর দক্ষিণের পিপুলিয়া নজরুল একাডেমি মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন তসলিম, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামাল উদ্দিন কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক বিকম প্রমুখ।

এ সময় প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেন, আওয়ামী লীগ আমলে যেমনি উন্নয়ন হয়, তেমনি খেলাধুলায় বিশ্বের অন্যান্য দেশের সাথে ভাল করছে। ক্রীড়া ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে খেলয়ার বাছাই করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়