শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াই হবে এখন শেষ দুই স্থানের

সুফিয়ান শুভ: অশ্বিনের দল হঠাৎ কয়েকটা ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে।
রবিবারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে ওঠা নিশ্চিত করে ফেলল চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদ অবশ্য এর আগেই প্লে-অফে উঠে গিয়েছে। যার ফলে এখন লড়াই শেষ দুই স্থানের জন্য।

এর আগে মনে হচ্ছিল, লড়াইটা দাঁড়াবে একটা জায়গার জন্য। কারণ কিংস ইলেভেন পঞ্জাব প্রথম দিকে পরপর ম্যাচ জিতে দৌড়ে অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু আর অশ্বিনের দল হঠাৎ কয়েকটা ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে। তাদের পয়েন্ট এখন ১১ ম্যাচে ১২। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (১২), মুম্বই ইন্ডিয়ান্স (১০), রাজস্থান রয়্যালস (১২) সবাই পঞ্জাবের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও (৮) পঞ্জাবের মতো ১১ টি ম্যাচ খেলেছে। কিন্তু একটা ম্যাচ বেশি হারায় আরসিবি বাকি তিনটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি তুলতে পারবে না।
ফলে এখনও সুবিধাজনক অবস্থায় রয়েছে অশ্বিনের দল। কিন্তু সোমবার বিরাট কোহালির আরসিবির বিরুদ্ধে হেরে গেলে প্রীতি জিন্টার দলের প্লে-অফে ওঠার কাজটা অনেকটাই কঠিন হয়ে যাবে।
যদি ধরে নেওয়া হয়, প্লে-অফের তৃতীয় স্থানটি নিজেদের দখলে রেখে দেবে পঞ্জাব, তা হলে সে ক্ষেত্রে লড়াই হবে শেষ জায়গার জন্য। যেখানে আপাতত রয়েছে চারটি দল। কেকেআর, রাজস্থান, মুম্বই এবং আরসিবি। রবিবার রাজস্থান রয়্যালস জিতে যাওয়ায় আইপিএলের পয়েন্ট তালিকায় তারা টপকে গেল মুম্বইকে। অজিঙ্ক রাহানের দল এখন রয়েছে পঞ্চম স্থানে। নেট রান রেটের বিচারে তারা পিছিয়ে রয়েছে কলকাতার চেয়ে। কেকেআরকে প্লে-অফে যেতে হলে শেষ দু’টো ম্যাচ জিতলেই চলবে। শাহরুখ খানের দলের বাকি দুই ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়