শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা চাই নগরবাসি সচেতন হোক

মাহমুদুল হাসান শাকুরী : সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরিতে যাত্রী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা জনসচেতনতা কর্মসূচি পালন, লিফলেট বিতরণ করেছি। সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে যাত্রী ও চালকদের সচেতন করা, রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধকরণ, পথচারীদের ফুটপাত ধরে হাটা, ফুটপাতে মোটরসাইকেল চালানো বন্ধকরণ ও গণ পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনমত গঠনে রাজধানীতে জনসচেতনতা কর্মসূচি পালন করেছি আমরা যাত্রী অধিকার আন্দোলনের পক্ষ থেকে।

ফুটওভার ব্রিজ ব্যবহার করতে উদ্বুদ্ধ করেছি পথচারীদেরকে। আমাদের কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিদিন সড়কে দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এবং অঙ্গ হারাচ্ছে। এখন নিজেদের জীবন রক্ষায় আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। রেসারেশি পরিবহন চালকদের ফেরাতেও হবে আমাদেরই। তাই মানুষকে সচেতন করতে আমরা নানা সময়ে নানা কর্মসূচি হাতে নিয়েছি। যাত্রী অধিকার আন্দোলন জনসচেতনতার এ কর্মসূচি প্রতি মাসে পালন করবো আমরা। আমরা চাই নগরবাসী নিজেরা সচেতন হোক। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।

রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে পরিবহন নৈরাজ্য বন্ধে জনমত তৈরি করতে এ ধরনের কর্মসূচি ভালো অবদান রাখবে বলে আমরা আশা করছি। শিগগিরই গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে আমরা রাজধানীবাসীকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলবো।

পরিচিতি : মুখপাত্র, যাত্রী অধিকার আন্দোলন / মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা / সম্পাদনা : নৌশিন আহম্মেদ মনিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়