শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৪:৩১ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

মোস্তাফিজুর রহমান : রাজধানীর গুলশানের  নতুনবাজার এলাকায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৭৫ ) নামে এক নারী নিহত এবং ২ জন আহত হয়েছেন।

সোমবার ( ১৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম (৭৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মৃত আব্দুল মতিনের স্ত্রী। আহতরা হলেন-নুরজাহান বেগমের পূত্রবধু আয়েশা (২৮), ও ভাগ্নি হালিমা। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বামীর নাম মৃত. আব্দুল মতিন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে নুরজাহান বেগমের (৭৫) মৃত্যু হয়।

নিহত নুরজাহানের ছেলে শফিউল জানান, চাঁদপুর থেকে লঞ্চে করে তারা ভোরে সদরঘাট নামেন। সেখান থেকে একটি অটোরিকশায় করে তারা টঙ্গী যাচ্ছিলেন। পথে নতুনবাজার এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা সবাই আহত হন। আহতদের মধ্যে তার মায়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এছাড়া স্ত্রী ও ভাগ্নি হালিমার অবস্থা আশঙ্কাজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়