শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৬:২৬ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে স্যাটেলাইট ঘুরছে দেখে বিএনপিরও মাথা ঘুরছে : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : ফেনীতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে হবে। জামায়াত নয় বিএনপিকে নির্বাচনে আসতে বলবো। বিএনপির সাথে খেলা হবে নির্বাচনী মাঠে, না এসে ফাউল করলে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। মহাকাশে স্যাটেলাইট ঘুরছে দেখে বিএনপিরও মাথা ঘুরছে।’

আজ রোববার দুপুরে ফেনী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘এক সময় ফেনী জেলার বদনাম ছিল, এখন আর নেই। ফেনী এখন অনেক উন্নত হয়েছে। আগামীবার আসলে সভাবেশ করে ফেনীতে মেডিকেল কলেজ ঘোষণা করবো। যেসব হাসপাতালে চিকিৎসকের স্বল্পতা রয়েছে, তা পূরণ করা হবে।’
এছাড়া বিকেলে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ৩১ শয্যা থেকে ৫০ উন্নীতকরণ কাজের ও ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফেনী-১ আসনের সংসদ সদস্য (এমপি) শিরিন আখতার, সংরক্ষিত নারী আসনের এমপি জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী জুয়েল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীমসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়