শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৩:৪৪ রাত
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রপরিচালক পি এ কাজলের ১ম মৃত্যুবার্ষিকী ২৫ মে

ডেস্ক রিপোর্ট : আগামী ২৫ মে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক পি এ কাজলের ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে  ১৪ মে সোমবার সকালে ধর্মীয় রীতি অনুযায়ী বাৎসরিক শ্রাদ্ধক্রিয়া রাজধানীর টিকাটুলিতে তার বাসায় অনুষ্ঠিত হবে বলে তার ছেলে চয়ন আচার্য্য জানিয়েছেন। এছাড়া ২৫ মে ওঙ্কার ফিল্মসের পক্ষ থেকে তার নির্মিত ‘গোধুলী’ চলচ্চিত্রটি শাহবাগে প্রদর্শন করা হবে।

পূর্ণেন্দু আচার্য কাজল চলচ্চিত্র জগতে পি এ কাজল হিসেবেই পরিচিতি ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম ডকু-ড্রামার নির্মাতা। প্রখ্যাত চিত্রগ্রাহক ও ব্রিটিশবিরোধী আন্দোলনকারী মাস্টার দা সূর্য সেনের শিষ্য সাধন রায়ের ওপর ডকু-ড্রামা নির্মাণের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৯১ সালে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান।

পি এ কাজল একের পর এক ব্যবসা সফল ছবি বানিয়েছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র- ‘প্রাণের স্বামী’, ‘এক টাকার বউ’, ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’, ‘ভালোবাসা আজকাল’, ‘চোখের দেখা’, ‘মুক্তি’, ‘ভ- ওঝা’, ‘গণ দুশমন’, ‘সাব্বাস বাঙালি’ প্রভৃতি।

বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালেই। ১৯৯৮ সালে তার পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাব্বাশ বাঙালি’ মুক্তি পায়। তিনি ২০টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন। ২০১৬ সালে পি এ কাজলের নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘চোখের দেখা’ মুক্তি পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়