শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৩:০৭ রাত
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের ২ নেতার দ্বন্দ্ব, প্রাণনাশের হুমকি

জুবায়ের সানি : ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খানের বিরুদ্ধে।

মারধরের শিকার এনামুল হক প্রিন্স বর্তমানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমটির সহ-সম্পাদকের দায়িত্বে আছেন।

রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ইউসুফ এবং তার সাথে থাকা আট-দশ জন নেতা-কর্মী প্রিন্সের উপর হামলা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১১ টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মধুর ক্যান্টিন অতিক্রম করার সময় প্রিন্স তাদের ভিডিও ক্যামেরায় ধারণ করছিলেন। এ সময় মিছিলের পিছন থেকে এক ছেলে এসে প্রিন্সের সাথে বাক-বিতণ্ডায় জড়ালে ইউসুফ এবং তার সাথে থাকা বেশ কিছু ছেলে পিন্সের উপর আক্রমন করে এবং মেরে ফেলার হুমকি দেন।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা এনামুল হক প্রিন্স বলেন, ইউসুফ আমার বয়সে জুনিয়র। রাজনীতিতেও জুনিয়র। আজকে বিনা কারণে আমার ছাত্র সংগঠনের এক জুনিয়র নেতার কাছে অপমানিত হতে হয়েছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।

তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ইউসুফ উদ্দিন খান। তিনি বলেন, ‘আমি তাকে কোন প্রকার মারধর করিনি। হুমকিও দেইনি। বরং দুপুরে কিছু জুনিয়র কর্মীর সাথে তার ঝামেলা হলে আমি তাকে আক্রমনের হাত থেকে রক্ষা করেছি।’

উল্লেখ্য ইউসুফের উপর গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ সুমনকেও মারধর করার অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়