শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ১৪ মে, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে প্রবাসী পত্রিকা সম্পাদকদের মতবিনিময়

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলাভাষী ৯টি সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের বেলোজিনো ব্যাঙ্কুয়েট পার্টি হলে এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় অংশ নেওয়া প্রকাশক ও সম্পাদকরা হলেন- ‘সাপ্তাহিক ঠিকানা’ প্রতিষ্ঠাতা সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, ‘সাপ্তাহিক বাঙালি’ সম্পাদক কৌশিক আহমেদ, ‘সাপ্তাহিক পরিচয়’ সম্পাদক নাজমুল আহসান, ‘সাপ্তহিক বাংলা পত্রিকা’ সম্পাদক আবু তাহের, ‘সাপ্তাহিক বাংলাদেশ’ সম্পাদক ওয়াজেদ এ খান, ‘সাপ্তাহিক দেশ বাংলা’ সম্পাদক চৌধুরী সারওয়ারুল হাসান, ‘সাপ্তাহিক জন্মভূমি’ সম্পাদক রতন তালুকদার, ‘সাপ্তাহিক আজকাল’ প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ ও ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ।

সভার শুরুতে ৯ সম্পাদকের পক্ষে কৌশিক আহমেদ ‘নিউ ইয়র্কে বাংলা সংবাদপত্র প্রকাশনার তিন দশকের কথা’ শিরোনামে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান।

পরে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে প্রকাশক ও সম্পাদকরা বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এতে সম্পাদকরা জানান, নিউ ইয়র্কের শতকরা ৪৪ ভাগ মানুষ কমিউনিটি পত্রিকা নিয়মিত পড়েন। কিন্তু স্থানীয় পাঠক আর বিজ্ঞাপনের বাজার যাচাই-বাছাই না করে নতুন নতুন পত্রিকা প্রকাশের কারণে কমিউনিটিতে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে, মর্যাদা হারাতে চলেছে পেশাদার সাংবাদিকতা।

সভায় আরও বক্তব্য দেন প্রবাসী রাজনীতিক সিদ্দিকুর রহমান। বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়