শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ১৪ মে, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরপেক্ষ নির্বাচনে মানুষ আশা করলেও বিশ্বাস করে না : আমীর খসরু

শিমুল মাহমুদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের আশা করলেও কেউ বিশ্বাস করে না। নির্বাচনের অধিকার কেড়ে নেওয়ার সাথে শুধু নির্বাচন কমিশন এবং আইনশৃঙক্ষলা বাহিনীই জড়িত তা নয়, এর বাইরে বিচার বিভাগ, দুদকও জড়িত। কেউ প্রত্যক্ষভাবে আর কেউ পরোক্ষভাবে।
রোববার (১৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণভায় এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, বাংলাদেশে এই অবস্থায় একটা নিরপেক্ষ নির্বাচন হবে। খুলনায় যেভাবে বাড়িতে বাড়িতে তল্লাশি করছে, রিটার্নিং অফিসারদের ঠিকানা নিয়ে পুলিশ কথা বলছে। এখন নির্বাচন হবে কি হবে না সেটা তাদের (সরকারের) সিদ্ধান্ত।
তিনি বলেন, আপনার রাজনীতির প্রতিদ্বন্দ্বী যদি রাজনীতিবিদ হয় তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। কিন্তু আপনার রাজনীতির প্রতিদ্বন্দ্বী যদি রাষ্ট্রীয় সন্ত্রাস হয়ে যায় তাহলে নির্বাচনে কোনো জায়গা থাকে না। যেটা দেখতে পাচ্ছি জনগণকে বাইরে রেখে আবারও ক্ষমতা দখলের একটা নীল নকশা হচ্ছে।
আলোচনা সভায় নাগরিক ঐক্য’র আহবায়ক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, সাগর বিজয় করা হয়েছে, নীল অর্থনীতির কথা বলা হচ্ছে, গুণকীর্তন করা হচ্ছে। এসব প্রতারণা, মিথ্যার রাজত্ব চলছে। এসবের জন্য প্রতিবাদের সাহস দরকার।
তিনি বলেন, নির্বাচনকে সামনে ব্যাপক জাতীয় ঐক্য দরকার। লড়াই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। পুলিশ লীগের বিরদ্ধে করতে হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়