শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০২:৩৫ রাত
আপডেট : ১৪ মে, ২০১৮, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফবিসিসিআই এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের আলোচনা সভা

স্বপ্না চক্রবর্তী : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতৃবৃন্দ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রতিনিধি দলের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দেশের সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংকিং খাতসহ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পরিস্থিতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতক বাণিজ্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভার পরিচালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম। এয়ার কমোডর এম মর্তুজা কামালের নেতৃত্বে এনডিসির ৮১ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই নেতাদের সাথে আলোচনার সময় তারা এফবিসিসিআইয়ের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন। এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মিসর, ওমান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া, তানজানিয়া, নাইজার ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বেসরকারি খাতের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের কার্যক্রম এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। সংগঠনের পরিচালক সালাউদ্দিন আলমগীর ও এ কে এম আফতাবুল ইসলামসহ আলোচনা অনুষ্ঠানে এফবিসিসিআই পরিচালক ও সদস্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এনডিসি’র ১ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের মধ্যে দেশ-বিদেশের স্বশস্ত্র বাহিনীর তিন বিভাগের সদস্যরাই রয়েছেন। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন এবং পুলিশ বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এ শিক্ষা কার্যক্রমে অন্তর্ভূক্ত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়