শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাটারায় কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সুজন কৈরী : রাজধানীর ভাটারা এলাকায় কলেজ ছাত্র আশরাফুল আলম জাহিদ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগ। গ্রেফতার ব্যক্তির নাম- মোহাম্মদ উল্লাহ রাসেল ওরফে হৃদয় ওরফে নির্মল।

শনিবার বগেরহাটের মংলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি কাফরুলের পুলপাড় এলাকার ব্রিজের নিচের নর্দমা থেকে উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে সন্ধ্যা সাড়ে রাতে রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি স্মরণীর কুড়িল চৌরাস্তা এলাকায় এসএসসি পরীক্ষার্থী আশরাফুল আলম জাহিদ ছুরিকাঘাতে নিহত হয়। এ সময় আরো ৩ জন আহত হয়। ঘটনার পরে জানা যায়, ভিকটিমসহ তার সমবয়সী কয়েকজন বন্ধু এবং একই সাথে চলাফেরা করে এমন কয়েকজন সিনিয়র সহপাঠীদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে গ্রেফতারকৃত ব্যক্তি হৃদয় ভিকটিম জাহিদকে ছুরিকাঘাত করে এবং পরবর্তীতে জাহিদের মৃত্যু হয়।

এ ঘটনায় ভাটারা থানায় আশরাফুলের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিম মামলার তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার বাগেরহাটের মংলা এলাকা থেকে মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানায় যে, তার সাথে ভিকটিম জাহিদের ব্লুটুথ স্পীকার নিয়ে বাদানুবাদ হয়। এক পর্যায়ে উদ্ধারকৃত ছুরি দিয়ে সে ভিকটিম জাহিদকে হত্যা করে। ঘটনার সময় আশরাফুলকে বাচাঁতে এগিয়ে আসা হাসান, রিয়াজ ও বিপ্লবকেও সে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে। হত্যাকান্ডের পরপরই সে আত্মগোপনের উদ্দেশ্যে নিজের নাম পরিবর্তন করে ছদ্মনামে তাবলিগ জামায়াতে অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়