শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের অর্জনকে বিএনপি অস্বীকার করে : হাছান মাহমুদ

ইউসুফ আলী বাচ্চু : বিএনপির দৈন্যদশা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের অর্জনকে তারা অস্বীকার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সারাদেশ তথা বাঙালি জাতি যেখানে খুশি,  সেখানে একটি পক্ষের মন খারাপ। তারা খুশি হতে পারেনি দেশের এই অর্জনে।

রোববার (১৩ মে) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটের ২য় তলা ভবনে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ও জননেত্রী শেখ হাসিনার মহাকাশ বিজয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে গোটা বাঙালি জাতি যেখানে গর্বিত এবং বাংলাদেশকে যারা পছন্দ করে, বিশ্বের যে সমস্ত দেশে বাঙালি আছে তারা খুশি হলেও একটি পক্ষ এ অর্জনকে মেনে নিতে পারছে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, উনি বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলেও তা ঘুরবে না। এই যদি হয় তাদের মানসিকতা তাহলে তাদের দেশ প্রেম নিয়েও প্রশ্ন থাকে। জননেত্রী শেখ হাসিনা সমুদ্র জয় করেছেন, এবার মহাকাশ জয় করেছেন। একজন সাজা প্রাপ্ত আসামির স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞের ভান করে মিথ্যাচার করছে তারা। এতো দিন জানতাম মির্জা ফখরুল, ব্যারিস্টার মওদুদ ও রিজভী রাজনীতিবিদ। তারা যে কবে বিশেষজ্ঞ ডাক্তার হলো সেটা জানি না। একজন বলে, খালেদা জিয়া পঙ্গু হলে যেতে পারে। আরেকজন বলে সে অন্ধ হয়ে যেতে পারেন। তাহলে তার নিজস্ব চিকিৎসকের কাজ কী?

তিনি বলেন, জেল কোড অনুযায়ী তিনি সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। খুলনা সিটি নির্বাচন  বিএনপির পরাজয় হবে ভেবেই তারা বিভিন্ন রকম প্রশ্ন তুলছে। খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের  জয় হবেই।

লায়ন চিত্ররঞ্জন দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট বল রাম পোদ্দার, এম এ করিম, সিফাত আলম, ফজলুল হক শাদাৎ হোসেন তয়েন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়