শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৮:২৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শূকরের হামলায় মোরেলগঞ্জের দুই কৃষক গুরুতর জখম

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনের শূকরের হামলায় দুই কৃষক গুরুতর জখম হয়েছেন। শনিবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে আমরবুনিয়া গ্রামে এ ঘটন ঘটে। আহত কৃষক মোতালেব শেখের ছেলে প্রতিবন্ধী খোকন শেখ (২৫) ও হাসান শেখকে (২২) রাত ২টায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, শূকরের কামড়ে খোকনের শরীরের গভীর ক্ষত হয়েছে। তাই দ্রুত খুলনায় পাঠানো হয়েছে।

জানা গেছে, মধ্যরাতে সুন্দরবনের শতাধিক শূকর দলবেধে খাবারের সন্ধানে বন থেকে প্রায় দুই কিলোমিটার লোকালয় আমরবুনিয়া গ্রামে ঢুকে পড়ে। দলটি মোতালেব শেখের আলু খেতে হানা দেয়। এসময় পাহারায় থাকা খোকন ও তার ভাই বাঁধা দিলে শূকরগুলো তাদের ওপর চড়াও হয়।

স্থানীয়দের অভিযোগ, আমরবুনিয়া টহল ফাঁড়ি এলাকাটি আদৌ সংরক্ষিত নয়। ভোলা নদী ভরাট হয়ে গেছে। বন সীমানায় গড়া-বেড়া নেই। তাই প্রতিদিন বাঘ, শূকরসহ নানা ভয়ংকর বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে জান-মালের ক্ষতি করছে।

এ বিষয়ে গুলিশাখালী টহল ফাঁড়ির স্টেশন কর্মকর্তা(এসও) মো. মনিরুল হক বলেন, শূকরের হামলায় দু’জন আহত হবার ঘটনা উর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিবেন।

এ সম্পর্কে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় নিরাপত্তা বেষ্টনী স্থাপনের জন্য একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এটি অগ্রাধীকার ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা চলছে। ওই এলাকায় বন্য প্রানীর হামলায় এ পর্যন্ত যারা আহত হয়েছে তাদেরকে আর্থিক সহযোগীতা করা হবে বলেও এ কর্মকর্তা জানান।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি একটি বাঘ এই একই ফাড়ি এলাকা থেকে লোকালয়ে ঢুকে ৫জনকে আহত করে। আত্মরক্ষার্থে এদিন স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে হত্যা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়