শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৭:৫০ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালবৈশাখী ঝড়ের সময় যেসব সতর্কতাগুলো খেয়াল রাখবেন

জুয়াইরিয়া ফৌজিয়া : দিন যত যাচ্ছে, এবারে ততই ঝড়-বৃষ্টির দাপট যেন বেড়ে চলছে। প্রায় প্রতিদিনই আকাশ কালো মেঘে ছেয়ে কালবৈশাখী ঝড় দেশের কোথাও না কোথাও বয়ে যাচ্ছে। শুধু ঝড় নয়, প্রচুর বৃষ্টিও হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, বৈশাখ-জৈষ্ঠ্যের এই সন্ধিক্ষনেই সবচেয়ে বেশি কালবৈশাখী ঝড় লক্ষ করা যায়।

তাই এরকম পরিস্থিতিতে পড়ে গেলে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। নইলে বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। ঝড়, কিংবা কালবৈশাখীর কবলে পড়লে আমরা বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে পারি। যেগুলো আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে সক্ষম হবে।

১) নিরাপত্তার জন্য ইমারজেন্সি কিট হাতের কাছে রাখুন।

২) দরজা-জানালা বন্ধ রাখুন।

৩)ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না

৪) বাইরে কোনো আসবাব রাখা থাকলে নিরাপদ স্থানে আনুন।

৫) রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, বা অনলাইন নিউজে আবহাওয়ার খবরে চোখ রাখুন।

৬) পরিবারে সবাই বাড়ির মধ্যে রয়েছে কিনা খেয়াল রাখুন

৭) ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে ঘুরতে না যাওয়াই ভালো।

৮) বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে দিন।

৯) এ সময় বাথটব বা শাওয়ারে গোসল না করাই ভালো।

১০) টিনের চাল, ফায়ার প্লেস থেকে দূরে থাকুন।

১১) গাছের নিচে আশ্রয় নেবেন না।

১২) টেলিফোনের বা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন।

১৩) সুইমিং পুল, লেক, নৌকা থেকেও দূরে থাকা ভালো

১৪) গাড়িকে গাছ থেকে দূরে রাখুন।

১৫) ঝড় থেকে হওয়া বন্যার পানিতে প্রচুর জীবাণু থাকে। তাই কখনোই সাতার কাটবেন না এই পানিতে ।

১৬) রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে পারে ঝড়ে। তাই খুব সতর্ক হয়ে রাস্তা পারাপার করুন এই সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়