শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

সুফিয়ান শুভ: ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর পঞ্চম দল হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে এই সফরের অন্তত দুটি টি-টুয়েন্টি ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সাকিব-তামিমদের মার্কিন মুলুকে খেলার এই খবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

আগস্টে ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ। সিরিজের প্রথম টি-টুয়েন্টি অবশ্য অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।
ক্রিকইনফোকে এই তথ্য নিশ্চিত করেছেন ফ্লোরিডা স্টেডিয়ামের একজন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, বছরের শুরুর দিকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আগে থেকেই আগস্টের ওই তারিখগুলোতে টি-টুয়েন্টি ম্যাচ আয়োজনের জন্য রিজার্ভ করে রেখেছে।
ফ্লোরিডা স্টেডিয়াম কর্তৃপক্ষ ভেবেছিল, এই সময়ে টি-টুয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই করাচিতে গিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে এসেছে। ফিরতি সিরিজের ম্যাচ খেলতে হয়তো পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজে এবং সেই ম্যাচের কয়েকটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি ইতিমধ্যেই নির্ধারণ করা হয়ে গেছে। গত মার্চেই এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু বিশ্বকাপের বাছাই পর্বে খেলার কারণে, ক্যারিবীয়রাই এই সময়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি নির্ধারণ করে।

লডারহিলের এই স্টেডিয়ামটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টের ৪ এবং ৫ তারিখ টি-টুয়েন্টি ম্যাচের জন্য রিজার্ভ করে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ কর্তৃপক্ষ। সিপিএল শুরুর আগেই এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে। সিপিএল শুরু হওয়ার কথা রয়েছে আগস্টের ৮ তারিখ। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
ফ্লোরিডায় এ নিয়ে তৃতীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। ২০১০ সালের মে’তে। ওয়েস্ট ইন্ডিজ ২০১২ সালের মে’তে নিউজিল্যান্ড এবং ২০১৬তে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ খেলে। চ্যানেলআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়