শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২২ হাজার

হ্যাপী আক্তার : দেশের মহাসড়কগুলোতে অবৈধ, ফিটনেসবিহীন ও আইন অমান্য করে বেড়েই চলেছে একের পর এক সড়ক দুর্ঘটনা। যার কারনে গত ৩ বছরে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। আর প্রাণ হারান ২২ হাজার মানুষ। যাত্রী কল্যাণ সমিতির এক হিসাবে এ তথ্য উঠে এসেছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলছে, চালকদের বেপোরোয়া মনোভাবের কারণেই ঘটছে ৯০ ভাগ দুর্ঘটনা। তাই চালকদের সচেতন হবার তাগিদ তাদের।

গত ৩ এপ্রিল পরস্পরের গা-ঘেঁষে চলা দুই বাসের চাপে ডান হাত হারান রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল মারা যান তিনি। এরপর ২০ এপ্রিল বনানীতে বাসচাপায় ডান পা বিচ্ছিন্ন হয় গৃহকর্মী রোজিনা আক্তারের। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২২ এপ্রিল ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুরে ট্রাকের নিচে পড়ে বাম হাত বিচ্ছিন্ন হয় শিশু সুমি আক্তারের। ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় বাম পা হারান মো. রাসেল নামের এক যুবক।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে , ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছরে ১৬ হাজার দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন ৪ হাজার মানুষ। আর মানুষের প্রাণহানি ঘটেছে ২২ হাজার মানুষের। আহতের সংখ্যা প্রায় ৫৪ হাজার।

যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেছেন, সড়ক দুর্ঘটনার যে ভয়াবহতা এবং তার যে গভীরতা সে বিষয়টি এখনো আমরা অনুধাবন করতে সক্ষম হচ্ছি না।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলছে, সড়ক দূর্ঘটনায় আহত বিশাল সংখ্যক কর্মক্ষম মানুষ বোঝা হয়ে যাচ্ছে। অথচ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ নেই।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফূল নেওয়াজ বলেছেন, যদি আইনের প্রয়োগটি হয় তাহলে চালকরা যেমন সতর্ক হয়ে যাবে শাস্তির ভয়ে। তার পাশাপাশি পথচারীরাও চলাচলে সচেতন হয়ে যাবে।

বিআরটিএ এর পরিচালক শেখ মাহাবুব ই রব্বানী বলেছেন, বিআরটিএ এর পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লাইসেন্স যখন নবায়ন করতে আসে তখন তাদের বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অবৈধ, ফিটনেসবিহীন ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান আরো বাড়ানো হবে বলেও জানিয়েছে বি আরটিএ। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়