শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কতটা ভয়ঙ্কর হতে পারে রোনালদো ছাড়াও রিয়াল !

স্পোর্টস ডেস্ক: প্রাণ ভোমরা রোনালদোকে ছাড়াও যে কতটা ভয়ঙ্কর হতে পারে রিয়াল মাদ্রিদ তা হাড়ে হাড়ে টের পেয়েছে সেল্তা ভিগো। শনিবার ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার খেলায় সেল্তাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ এ জায়ান্টটি। এদিন রোনালদোকে মাঠে নামাননি জিনেদিন জিদান। জোড়া গোল করেছেন গ্যারেথ বেল। এছাড়া গোল পেয়েছেন আশরাফ হাকিমি, ইসকো ও টনি ক্রুস।

চলতি মৌসুমে এটি ছিল ঘরের মাঠে রিয়ালের সর্বশেষ ম্যাচ। সেকারণেই হয়তো গোল উৎসবে মেতে উঠলেন জিদানের শিষ্যরা। ম্যাচের প্রথম দুইটি গোলই আসে গ্যারেথ বেলের কাছ থেকে। ১৩ মিনিটের মাথায় দলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। এরপর ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েলসের এই ফরোয়ার্ড। তার ঠিক দুই মিনিট পর ক্রুসের পাস থেকে বল পেয়ে সেল্তোর জালে পাঠাতে মোটেও ভুল করেননি ইসকো। রিয়াল এগিয়ে যায় ৩-০ গোল।

আর দ্বিতীয়ার্ধের শুরুতে, ম্যাচের ৫২ মিনিটে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন হাকিমি। ৪-০ গোলে এগিয়ে যেয়েও গোল ক্ষুধা মেটেনি রিয়ালের। একের পর এক আক্রমণ চালিয়ে যায় জিদানের শিষ্যরা। প্রতিপক্ষের মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত সেল্তোর ডিফেন্স মারাত্মক ভুল করে ফেলে ৭৪ মিনিটে। আসেনসিওর নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার সের্হি গোমেস। এরপর ৮১ মিনিটে সেল্তার জালে ষষ্ঠবারের মতো বল পাঠান ক্রুস।
এই জয়ে ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থেকে লিগ শেষ করা নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আথলেতিকো মাদ্রিদ। আর আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ৩৬ ম্যাচে ৯০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়