শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঞ্চলিক নেতা নির্বাচনে কাতালানরা পঞ্চমবারের মত ব্যর্থ

আব্দুর রাজ্জাক: আঞ্চলিক নেতা নির্বাচনে স্পেনের কাতালান বিচ্ছিন্নতাবাদীরা পঞ্চমবারের মত ব্যর্থ হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাতালানের পার্লামেন্টে পরবর্তী নেতা নির্বাচনে ভোটাভোটি হলে কেউই একক অগ্রাধিকার পায়নি। তবে সাবেক নেতা পুজদেমনের সমর্থক কুইম তোরা ইতোমধ্যেই ৬৬ ভোট নিয়ে এগিয়ে আছে। তাকে নেতা হতে আরো দুই ভোটের প্রয়োজন বলে জানিয়েছে পার্লামেন্টের একজন মুখপাত্র।

শনিবার ভোটাভোটিতে পিছিয়ে থাকা ৫৫বছর বয়সী তোরা সোমবার আরো একটি সুযোগ পাবেন বলে জানিয়েছে আল-জাজিরা। তাদের সংক্ষিপ্ত ‘হ্যা’ অথবা ‘না’ ভোটে আর মাত্র দুটি ভোট প্রয়োজন তাই তিনি পুজদেমনের পর স্বাধীনতাকামী এ জাতিটির নতুন নেতা হতে পারবেন।

তোরা বলেন, ‘আমি এটি পরিস্কার করে বলতে চাই যে, পুজদেমনই আমাদের প্রেসিডেন্ট হবেন। আর আমরা অক্টোবরের স্বাধীনতার জন্য গণভোটের প্রতি বরাবরই আনুগত্যশীল।’ যদি তারা আগামী ২২ মে’র মধ্যে আঞ্চলিক প্রধান নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে নিশ্চিতভাবেই জাতীয় নির্বাচন থেকে ছিটকে পড়বে।

উল্লেখ্য, দেশটির অন্যতম সমৃদ্ধ প্রদেশ কাতালানের স্বাধীনতা আন্দোলনের নেতা পুজদেমন রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বাঁচতে ইতোমধ্যেই স্বেচ্ছা নির্বাসনে দেশের বাইরে চলেগেছেন। তবে তিনি বাহির থেকেই নিজ জাতির স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়