শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে মাঠে নামছে রাজস্থান ও মোস্তাফিজের মুম্বাই

স্পোর্টস ডেস্ক: দুই দলই খেলেছে ১১টি করে ম্যাচ। হার-জিতও সমান সমান। ৫ ম্যাচে জয়, ৬ ম্যাচে। তবে নেট রান রেটের বিবেচনায় এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আর রাজস্থান রয়্যালস ৬ নম্বরে। ঠিক এরকম সমীকরণ নিয়ে মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলাটি।

এবারের আসরটা হার দিয়েই শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। তবে শেষ দিকে এসে জয়ের ধারায় ফিরেছে দলটি। সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। তবে এবারের আসরের প্রথম দেখায় অবশ্য রাজস্থানের কাছে ৩ উইকেটে হেরেছিল মুম্বাই। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ এবারই প্রথম মুম্বাইয়ের হয়ে খেলছেন। এ আসরে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু দলের শেষ ৫ ম্যাচে ডাগ আউটেই বসে থাকতে হয়েছে তাকে।

অন্যদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দারুণ উজ্জীবিত আজিঙ্কা রাহানের রাজস্থান। সেই সাথে চলতি আসরেই প্রথম দেখায় ঘরের মাঠে মুম্বাইকে হারানোর তাজা স্মৃতি রাজস্থানকে নিঃসন্দেহে আত্মবিশ্বাসী রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়