শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজ আজ ঢাকায় আসছেন

এল আর বাদল: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি গর্ডন গ্রিনিজের নাম বাংলাদেশের সবারই জানা। এ দেশের ক্রিকেটীয় ইতিহাসে অমর হয়ে থাকবে এই ক্যারিবিয়ান ক্রিকেটারের নাম। যার হাত ধরে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার পর ১৯৯৯ সালে বাংলাদেশ অর্জন করেছিলো বিশ্বকাপে খেলার যোগ্যতা, সেই গর্ডন গ্রিনিজ আজ রোববার সন্ধ্যায় পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন। তার এই সফর বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য নয়।

তিনি মূলত আসছেন একটি আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতার অতিথি হয়ে, যার অন্যতম আয়োজক গ্রিনিজেরই সাবেক শিষ্য বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। গতকাল দুর্জয় নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন।

আগামীকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের সাবেক শিষ্য ও সহকর্মীদের সঙ্গে দেখা হবে গর্ডন গ্রিনিজের। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই ক্রিকেটে বাংলাদেশের উত্থান। সেই আসরের কিছু সময় আগে আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুলদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। আইসিসি ট্রফি উপহার দেয়ায় বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বও পান গ্রিনিজ।

তবে তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হওয়াটা ছিল রীতিমত হতাশার। ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের কোচ হয়েই গিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড থেকে আর বাংলাদেশে ফেরা হয়নি গ্রিনিজের। পাকিস্তানকে হারানো ম্যাচের আগের দিন রাতে গ্রিনিজকে বরখাস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অথচ পরদিনই তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে বাংলাদেশের পাসপোর্টেই ঢাকায় এসেছিলেন গ্রিনিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়