শিরোনাম

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ভালোবাসি তোমায়

জাহিদ হাসান : আজ বিশ্ব ‘মা’ দিবস। মা দিবস উপলক্ষ্যে বিশ্বের সকল মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। পৃথিবীতে মা সন্তানদের কাছে এক অমূল্য সম্পদ। ‘মা’ এক অক্ষর বিশিষ্ট একটি শব্দ। কিন্তু এক অক্ষর বিশিষ্ট শব্দ হলেও বিশালতা অনেক।

‘পৃথিবীতে সকল মায়েদের কাজ-কর্ম ভিন্ন হলেও সন্তানদের ভালোবাসার ক্ষেত্রে প্রায়ই সমান। মা যে সন্তানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা শুধু সেই জানে যার মা নেই। মায়ের গুরুত্ব প্রতিনিয়তই উপলব্ধি করি। বাড়িতে থাকতে রাগ করেলেই মা বিভিন্ন ধরনের কথা বলে রাগ ভাঙাতেন। অসুস্থ হলে কত-আদর যত্ন করতেন। তার আদর-যত্নের পরশ পেয়ে দ্রুতই অসুখ সেরে যেত। কিন্তু আজ উচ্চ শিক্ষার জন্য আমরা যারা শহরে থাকি, তারাই মায়ের গুরুত্ব মর্মে মর্মে উপলব্ধি করি।’

ছোটবেলায় যখন এক বেলা না খেতাম মা তো পাগল হয়ে যেত। বাবু তুই কেন খাবি না, না খেলে তো অসুস্থ হবে, না খাওয়া পর্যন্ত মা যেন তৃপ্তি পেতেন না। যখন অসুস্থ হতাম মায়ের মতো কাউকে বিহর্ষ হতে দেখিনি। মা তো প্রায় আধা পাগল হয়ে যেত। সুস্থ না হওয়া পর্যন্ত মা যেন স্বস্তি খুঁজে পেতেন না। তখন ভাবতাম পৃথিবীর সকল মা এমনই।

আজ আমি শহরে, সপ্তাহে মাকে অনেকবারই ফোন দেই। আবার কাজে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন মা নিজেই আমাকে ফোন দেন। পর পর দুই তিন দিন যখন ফোন না দেই তখন মা ফোন দিয়ে আমার সাথে অভিমান করেন। আহা কী অভিমান, যে অভিমান আমি মায়ের সাথে ছোট বেলায় করতাম। মায়ের অভিমান ভাঙাতে দীর্ঘ সময় মায়ের সাথে কথা জুড়ে দেই। অভিমান ভুলে গিয়ে মা যখন হাসি দেয় মনে হয় পৃথিবীর সকল সুখ মায়ের হাসির শব্দে। মা যখন ফোন করে জিজ্ঞাসা করে বাবা তুই খেয়েছিস, না উত্তর বললে যখন মা কোমল কণ্ঠে বলে বাবা আগে খেয়ে নে, না খেলে শক্তি পাবি কোথায়। মায়ের এমন মততাময়ী কণ্ঠে পৃথিবীর আনন্দ খুঁজে পাই।

পৃথিবীতে মায়ের ভালো বাসার সাথে কারো ভালোবাসার তুলনা চলে না। কিন্তু মাঝে মাঝে যখন পত্রিকায় মাকে নিয়ে বিভিন্ন ধরনের অপমান মূলক নিউজ দেখি সত্যিই তখন কষ্ট পাই। মা সন্তানের জন্য যা করে সন্তান যদি গায়ের চামড়া দিয়ে সুতা বানিয়ে দেয় তাহলে তার ভালোবাসার প্রতিদান দেওয়া সম্ভব নয়। আসুন আমরা প্রতিজ্ঞা করি জীবনে যতই কষ্ট আসুক মাকে কষ্ট দিবেন না। দেখবেন সন্তান যখন কষ্টে থাকে মায়ের মুখে কিন্তু হাসি থাকে না। তখন মাও কষ্ট পান। মায়ের কাছে আমরা সব সময় দোয়া চাইব। মা তুমি আমাকে দোয়া কর যাতে আমি সব সময় সুস্থ থাকি এবং তোমার সেবা-যত্ন করতে পারি। দেখবেন মা অনেক খুশি হবে। মাকে খুশি করতে অনেক টাকা পয়সার দরকান নেই। শুধু মায়ের প্রতি সন্তানের ভালোবাসাই যথেষ্ট।

মা তোমাকে অনেক মিস করি। মা তোমাকে অনেক ভালোবাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়