শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৯:১৬ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ সন্ত্রাস-জঙ্গিবাদের পক্ষে নয়, উন্নয়ন ও সুশাসনেরপক্ষে থাকবে : নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষ কখনো সন্ত্রাস জঙ্গিবাদের পক্ষে থাকেনা, তারা সব সময় উন্নয়ন ও সুশাসনের পক্ষে ছিল, থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ এখন স্থল ও জল নয়, মহাকাশও জয় করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের পূর্বেই সমৃদ্ধ দেশে পরিণত হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও মে দিবসের উদ্দেশ্য অভিন্ন। দুটোর লক্ষ্য ছিল মেহনতি মানুষের মুক্তি ও বৈষম্য হ্রাস। এ চেতনাকে কাজে লাগিয়ে আমাদেরএগিয়ে যেতে হবে।

মন্ত্রী বিকালে রাজধানীর আইডিইবি ভবনে আইডিইবি আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পেশা-কর্মজীবীদের দক্ষতা বৃদ্ধির আশুপ্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইডিইবি’রসভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃশামসুর রহমান।

শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াতকে খুন, ধর্ষণ ও সন্ত্রাসের পাপে পাপী উল্লেখ করে বলেন, এ পাপের জন্য তারা প্রায়শ্চিত্ত করছে। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তিনি বলেন, তাদের সন্তানদের হাতেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যকে সামনে রেখে ২৫ মার্চ গণহত্যাদিবস পালন করা হচ্ছে। তিনি এ ব্যাপারে জনমত গঠনের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করার জন্য মন্ত্রী ডিপ্লোমা প্রকৌশলীদের পরামর্শ দেন।

স্বাগত বক্তব্যে আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ ও মে দিবসেরঅভীষ্টলক্ষ্য অর্জনে মেহনতিমানুষের মুক্তির জন্য শ্রমজীবী মানুষের দক্ষতার উন্নয়ন অপরিহার্য। তিনি বলেন, কর্মক্ষম মানুষের দক্ষতা অর্জনের জন্য দক্ষতা প্রয়োগের ক্ষেত্র তৈরি করে দিতে হবে। তিনি দেশে মেধাবিকাশের স্বার্থে বৈদেশিক জনবলেরউপর নির্ভরতা হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এ কে এম এ হামিদ সমৃদ্ধ দেশ গঠনও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় মুক্তিযুদ্ধ ও মে দিবসের চেতনা বাস্তবায়নের সংগ্রামে সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়