শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র নিষ্ক্রিয় করার তারিখ ঘোষণা করলো উত্তর কোরিয়া

নূর মাজিদ: উত্তর কোরিয়ার সরকারি টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির সরকার আগামী ২৩-২৫মে'র মধ্যে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্র নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে। শনিবার দেশটির সরকারি টিভি চ্যানেল কেসিএনএ জানায়, দক্ষিন কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় তারা জানায়, এই ঘোষণার আওতায় স্থাপনাটি সংশ্লিষ্ট সকল সুড়ঙ্গ বিস্ফোরকের সাহায্যে ধ্বংস করে দেয়া হবে এবং স্থাপনাটির আশেপাশে অবস্থিত সকল পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সরিয়ে ফেলা হবে। উত্তর কোরিয়ার পরমাণু গবেষণা সংস্থা এই সিদ্ধান্ত বাস্তবায়নে মূল ভুমিকা পালন করে ঐ স্থাপনা নিস্ক্রিয়করন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করবে।

এদিকে আসন্ন আসন্ন কিম-মুন উচ্চপর্যায়ের সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যেই দুই কোরিয়ার সরকারি কর্মকর্তারা নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এর আগে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র বর্জনের সিদ্ধান্ত নিলে এক শান্তি ও সমৃদ্ধির যুগে প্রবেশ করতে পারবে।

এছাড়াও, সা¤প্রতিক সময়ে উত্তর কোরিয়া বিদেশী সাংবাদিকদের সফর করার সুবিদার্থে তার আকাশপথ উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা কিছুদিন আগেও ছিলো কল্পনার অতীত। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়