শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে : মির্জা ফখরুল

সারোয়ার জাহান : কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ মে) রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। কিন্তু সরকার সুচিকিৎসার ব্যবস্থা করছে না। শুধু তাই নয়, তার সঙ্গে পরিবারের সদস্যদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। আগে এক সপ্তাহ পর পর পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ থাকলেও এখন সেটিও দেওয়া হচ্ছে না। তাই অবিলম্বে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হোক। কারণ দীর্ঘ দিন খালেদা জিয়াকে দল ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

ফখরুল বলেন, আমরা বা পরিবার দেখা করার অনুমতি চাইলে বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে দেখা করার অনুমতি দেওয়া যাচ্ছে না। কিন্তু তিনি তো কারাগারে সরকারের নিরাপত্তা বলয়ে আছেন, তাহলে কিসের নিরাপত্তা হুমকি আমাদের বুঝে আসে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই খালেদা জিয়াকে অন্তত তাঁর পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দিন।

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। ডাক্তাররাও বলছেন, এভাবে থাকলে তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন, তাঁর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সরকার এসব বিষয়ে কোনো কর্ণপাত করছে না।

মির্জা ফখরুল বলেন, গত ৪ মে খালেদা জিয়ার পরিবার সবশেষ দেখা করতে পেরেছেন। এরপর বার বার চেষ্টা করার পরও সরকার দেখা করার সুযোগ দিচ্ছে না। তাই তাঁর স্বাস্থ্যের বিষয়ে আমরা উদ্বিগ্ন। সরকারের কাছে আহ্বান জানাব, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মতে তাঁকে যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, আমরা বেগম জিয়ার খবর নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা তাঁর বিষয়ে খুবই উদ্বিগ্ন, তিনি কেমন আছেন, কি অবস্থায় আছেন, সে বিষয়ে আমরা কিছুই জানতে পারছি না। তাই সরকারের কাছে অনুরোধ পরিবারকে যেন দেখা করতে দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, আজ তিন মাস খালেদা জিয়া কারাগারে, প্রথমবার আমরা যখন তাঁর সঙ্গে দেখা করতে যাই তখন তিনি ভিজিটিং রুমে এসে দেখা করতেন। এখন তাঁর শরীর এত খারাপ যে তিনি ভিজিটিং রুমে আসতে পারেন না। তাই আমাদের সঙ্গে সাক্ষাৎ বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়