শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-কিম বৈঠকের আয়োজন করতে পেরে গর্বিত সিঙ্গাপুর: প্রধানমন্ত্রী লি

লিহান লিমা: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়েন লি লুলং বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যকার বৈঠক আয়োজন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।
জুনের ১২ তারিখে বহুল প্রতিক্ষীত ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে ফোনালাপের সময় লি তাকে ‘আসিয়ান-যুক্তরাষ্ট্র সম্মেলন’ এবং পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলন উপলক্ষ্যে নভেম্বরে সিঙ্গাপুর সফরের জন্য আমন্ত্রণ জানান। ট্রাম্পও সিঙ্গাপুর সফরে তার আগ্রহের কথা ব্যক্ত করেন। সেই সঙ্গে ট্রাম্প লি’কে এই সম্মেলনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানন। ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা মোকাবেলায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, লি বলেছেন, ১২ জুনের ঐতিহাসিক বৈঠক আয়োজন করতে পেরে সিঙ্গাপুর সম্মানিত বোধ করছে এবং আমরা এই বৈঠক সফল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’ বিবৃতিতে আরো বলা হয়, কোরিয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘদিনের প্রক্রিয়ার অংশ হিসেবে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম পদক্ষেপ।
আসিয়ান দেশগুলোর নীতি বিষয়ক গবেষক ডক্টর শিন বেওম চুল বলেন, ‘যুক্তরাষ্ট্র-কোরিয়া সম্মেলনের জন্য সিঙ্গাপুরের মত ভেন্যুর বিকল্প নেই। কারণ দেশটির সঙ্গে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভাল কূটনৈতিক সম্পর্ক রয়েছে। স্ট্রেইট টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়