শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৩:১৮ রাত
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলমানদের বিজ্ঞানমনস্ক হতে বললেন আয়াতুল্লাহ খামেনি

ইফফাত আরা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসলামের শত্রুদের বিরোধিতা মোকাবেলায় দুনিয়ার সকল মুসলমানকে ঐক্যবধ্য থাকার  জানিয়েছেন। শনিবার তেহরানে আয়োজিত এক সভায় তিনি এই আহ্বান জানান। এসময় তিনি বলেন, আন্তর্জাতিকভাবে শিয়াদের উত্থান এবং ইসলামিক উন্নয়নের জন্য বিজ্ঞানের প্রতি জোর দিতে হবে।
যদিও পশ্চিমারা মুসলমানদের এ ‘জাগরণ’কে অস্বীকার করছে তবুও মুসলমানের আরও ভালো ভবিষ্যত তথা উন্নয়নের জন্য বিজ্ঞান নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন খামেনি। শত্রæদের বিরোধিতার দিকগুলো দেখিয়ে তিনি আরো বলেন, ‘এই অবস্থার উন্নয়নের জন্য আমাদের একতাবদ্ধ থাকা সবচেয়ে বেশী জরুরী । এদুটোর সমন্বয় থাকলেই মুসলমানরা বিশ্বে আরও ভালো অবস্থায় পৌঁছতে পারবে ”।
এসময় তিনি আরো বলেন, মুসলমানদের এই পিছিয়ে পড়ার জন্য একটা বিষয় খুব জোরালো। তা হচ্ছে বিজ্ঞানের প্রতি অজ্ঞতা। বিজ্ঞানের প্রতি মুসলমানকে আরও বেশী আকৃষ্ট হতে হবে, জ্ঞান আরোহণ করতে হবে । যেটা এখন বিশ্বের সাথে চলতে হলে খুব জরুরী। মুসলিম দেশগুলো থেকে পশ্চিমা দেশগুলোর সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এগিয়ে থাকার মূল চালিকাশক্তি হলো তাদের বৈজ্ঞানিক অগ্রগতি। বিশ্বের মাঝে আবার নিজেদের ঐতিহ্য ফিরে পেতে এবং পশ্চিমের মতো এগিয়ে যেতে হলে মুসলিম রাষ্ট্রদেরও বিজ্ঞানকে সাদরে গ্রহণ করতে হবে ও বিজ্ঞানের সুফল ভোগ করতে হবে। তাহলেই মুসলিম রাষ্ট্রগুলো বিশ্বের মাঝে সভ্যতার শিখরে আগের বেশে ফিরে আসবে। ”প্রেস টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়