শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০১:৫৮ রাত
আপডেট : ১৩ মে, ২০১৮, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃদ্ধ পিতামাতাকে পরিত্যাগ করার সাজা বৃদ্ধি করবে মোদী সরকার

নূর মাজিদ: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার জ্যেষ্ঠ ভারতীয় নাগরিকদের পারিবারিক সুরক্ষা বৃদ্ধির উদ্যেগ নিয়েছে। এই পরিকল্পনার আওতায় বয়োজ্যেষ্ঠ নাগরিকদের পরিত্যাগকারী সন্তান বা নাতি'রা বর্ধিত আইনিদ- ভোগ করবেন। এর আগে ভারতে প্রচলিত 'সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাক্ট' এর আওতায় এই বর্ধিত সাজার মেয়াদ প্রস্তাব করা হয়েছে।

নতুন এই প্রস্তাবটি সম্পর্কে দেশটির সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৭ সালে প্রবর্তিত জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষা দেয়ার আইনের আওতা বৃদ্ধিতে তারা নিবিড় পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।এর ফলে পিতামাতাকে পরিত্যাগকারী সন্তান বা নাতিদের জন্য বর্তমানে প্রচলিত ৩মাসের কারাদ-ের মেয়াদ বৃদ্ধি করে ৬ মাস করারও প্রস্তাব দেয়া হবে।

পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিকদের নিগ্রহকারী নিকটাত্মীয় বা সৎপুত্র-কন্যাদেরও এই আইনের আওতা বৃদ্ধি করে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

এই সকল নতুন প্রস্তাবনার খসরা মন্ত্রণালয়টি অচিরেই সংসদে উত্থাপন করবে। পাস হওয়া মাত্রই এই বিলটির নতুন প্রস্তাবনাগুলো পুরোনো আইনকে প্রতিস্থাপন করবে।

উল্লেখ্য, ২০১৭ সালের একটি রিপোর্টে দেখা যায়, ১২০ কোটি জনসংখ্যার দেশ ভারতে দুই-তৃতীয়াংশ লোকই ৩৫ বছরের নিচে তবে সেখানে দ্রুত-গতিতে বয়স্ক নাগরিকদের সংখ্যা বাড়ছে। যৌথ পরিবারভিত্তিক সমাজ ব্যবস্থা ভেঙ্গে ছোট বা একক পরিবারের বিকাশের ফলে জ্যেষ্ঠ ভারতীয় নাগরিকেরা তাদের পরিবারের কাছে অবাঞ্চিত হয়ে পড়ছেন বা নিগৃহীত হচ্ছেন। সমগ্র ভারতে এমন ১১০ মিলিয়ন জ্যেষ্ঠ নাগরিক রয়েছেন বলেই প্রতিবেদনটিতে জানানো হয়। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়