শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ১৩ মে, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণ ক্রিকেটারদের নিয়ে যুবদল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে আবার নতুন যুগের সূচনা। শনিবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে আগের অনূর্ধ্ব-১৯ দলের কেউ নেই। এই দলের অধিকাংশ ক্রিকেটারই বিকেএসপির।

প্রাথমিক দলে ১৩ জন ব্যাটসম্যান, ছয় জন স্পিনার, ছয় জন অলরাউন্ডার এবং পেসার পাঁচ জন।

তরুণ ক্রিকেটারদের তিন সপ্তাহের স্কিল ক্যাম্প শুরু হবে আগামী সোমবার। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিকেএসপিতে হবে এই ক্যাম্প।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে কক্সবাজার ও চট্টগ্রামে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। তরুণ ক্রিকেটারদের প্রথম পরীক্ষা এই টুর্নামেন্ট। যুব এশিয়া কাপ শুরু হবে ২৭ সেপ্টেম্বর, ফাইনাল ৮ অক্টোবর।

বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে যুব এশিয়া কাপ। টুর্নামেন্টে স্বাগতিকদের সঙ্গে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকং ও সংযুক্ত আরব আমিরাত।

৩০ জনের প্রাথমিক দল:

ওপেনার: মোহাম্মদ প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, মোহাম্মদ তাহসিন, প্রিতম কুমার।

মিডল অর্ডার ব্যাটসম্যান: আলভি হক, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামিম পাটোয়ারী, মোহাম্মদ ফজলে রাব্বি, সাজ্জাদ শাহরিয়ার, সিফাত সাদিক খান ও আব্দুল আল মামুন।

স্পিনার: মেহেদী হাসান, রাকিবুল হাসান, রাকিবুল আতিক, মিজানুর রহমান, নাঈম হাসান সাকিব ও মুজাক্কির হোসেন।

পেসার: মোহাম্মদ রুয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ আলী গালিব, শাহিন আলম ও মেহেদী হাসান।

অলরাউন্ডার: শাহাদাত দিপু, মোহাম্মদ এনামুল কবির, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরণ্য ও তানজিল হোসেন সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়