শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০১:১৩ রাত
আপডেট : ১৩ মে, ২০১৮, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুড়ীতে বোনকে হত্যা করল ভাই

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কালীনগরে ভাত দিতে দেরি হওয়ায় সৎ ভাইয়ের এলোপাতাড়ী দায়ের কুপে প্রাণ গেল বোনের। শনিবার (১২ এপ্রিল) দুপুরে জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র বকুল মিয়া (২০) বেশ কিছুদিন থেকে মানসিক রোগে ভোগছিল। ঘটনার সময়ে তার প্রতিবেশি সৎ বোন আব্দুল মালিকের স্ত্রী ২ সন্তানের জননী হেনা বেগমের বাড়ীতে গিয়ে ভাত খেতে চায়। ভাত দিতে দেরি হওয়ায় ঘাতক বকুল তার বোন হেনাকে দা দিয়ে এলোপাতাড়ী কুপাতে থাকে।

হেনার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বকুলকে বেঁধে রাখেন এবং হেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বকুলকে আটক করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হক জানান, স্বাস্থ্য কেন্দ্রে হেনাকে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
জুড়ী থানার এস আই সৈয়দ বেলায়েত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য হেনা বেগমের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়