শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ০৭:০৫ সকাল
আপডেট : ১২ মে, ২০১৮, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেলে কলকাতার মুখোমুখি পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক:  নিজেদের সর্বশেষ ম্যাচের আগেও শীর্ষ চার দলের একটি ছিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইন্দোরে তারা যখন পাঞ্জাবের মুখোমুখি হবে তখন পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পাঁচ নম্বরে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয় প্রয়োজন দলটির। অন্যদিকে পাঞ্জাব তৃতীয় স্থানে থাকলেও প্লে-অফ নিশ্চিত করতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাদের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে এই ম্যাচটি।

প্রথম দিকে দুইটি ম্যাচ হারলেও ধীরে ধীরে প্লে-অফে খেলার মত অবস্থানে নিজেদের নিয়ে আসছিল কলকাতা। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সর্বশেষ দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে দলটি। একমাত্র জয়ই কলকাতার অবস্থার পরিবর্তন আনতে পারে।

অন্যদিকে পাঞ্জাবের শুরুটা ছিল দারুণ। প্রথম ছয় ম্যাচের পাঁচটিই জিতেছিল দলটি। কিন্তু এরপরই ছন্দপতন। শেষ চার ম্যাচে তিন হার দলটির। মূলত মিডল অর্ডারে দুর্বল ব্যাটিংই এর মূল কারণ। ক্রিস গেইল-লোকেশ রাহুলের এনে দেয়া ভাল শুরু ধরে রাখতে পারে না পাঞ্জাব।

আর কলকাতার মূল সমস্যা পেস বোলিংয়ে। ইনজুরির কারণে মিচেল স্টার্ক ও কমলেশ নাগরকোটি নেই আইপিএলে। তাদের জায়গায় এসে মিচেল জনসন ও টম কুরান বলার মত কিছুই করতে পারেননি। ফর্মে নেই অল রাউন্ডার আন্দ্রে রাসেলও।

সর্বশেষ দেখায় ক্রিস লিনের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ১৯১ রান করেছিল কলকাতা। কিন্তু বৃষ্টিবিঘিœত সেই ম্যাচে বৃষ্টি আইনে ১৩ ওভারে ১২৫ রানের লক্ষ্য তাড়া করে ১১.১ ওভারেই ৯ উইকেটের জয় পায় পাঞ্জাব। ক্রিকইনফো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়