শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ০৬:৫৪ সকাল
আপডেট : ১২ মে, ২০১৮, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি কালোমেয়ের গল্প

কাজী রফিক
প্রথম দেখেছি তাকে কলেজের করিডোরে,
খোঁপায় গাঁথা ঝুমকো জবার ফুল।
লাবন্যলতা শরীরের কালো চোখের গভীরে
রবি ঠাকুরের কবিতা আঁকা,
’কৃষ্ণকলি’ আমি তারেই বলি।

এটি কালো মেয়ের গল্প,
আমার প্রথম ভালোবাসার গল্প।

কলেজের পাশেই ছিলো দেব পাহাড়,
খাঁজকাটা সিঁড়িপথ বেয়ে কতবার উঠেছি
তার চূড়ায়, শেকড় হেলে পড়া
বৃক্ষের ছায়ায় কাটিয়েছি কত দুপুর
রীতাদির লজিকের ক্লাস ফাঁকি দিয়ে।
বকা খেয়েছি মুখস্ত হয়নি বলে দুর্বোধ্য
সেই সূত্রটা--‘বারবারা চিলেরেন্ট
ডেরিআই ফেরিও,
ডিকটাম ডিকটাম
ওমিয়েট নালো’।

বুঝিনি সেদিন এর অর্থটা, যেমন বুঝিনি
কালো মেয়ে তোমার নেকাব প্রচ্ছায়ায়
লকিয়ে রাখা স্বপ্নকে,
অথচ এখনো বহন করছি বুকের ক্ষতে
ভালোবাসা নামক কষ্টের স্মৃতিবোঝা।

কালো মেয়ে তোমাকে নিয়েই ছিলো
আমার প্রথম কবিতা লেখা,
নদী পাহাড় পাখিদের সখা হওয়া,
তোমার কাছেই জেনেছি প্রথম
চাঁদ উঠলে জ্যোৎস্না ছড়ায়,
সাগরে জোয়ার জাগে,
পাথর গলে গলে ঝর্না বহে।

মানুষ চাইলেই সবকিছু ভুলতে পারেনা,
ভুলতে পারিনা কালো মেয়ে তোমাকে নিয়ে
আমার রাত জাগা,স্বপ্ননীল ছাযাদের নিয়ে
কল্পনার ফানুস বোনা।
কালো মেয়ে,তোমাকে ঘিরেই ছিলো আমার
অজানা ভালোবাসার কথা জানা।

প্রথম ভালোবাসার কথা ভোলা যাযনা,
অতি সুখ অতি কষ্ট কোনটাই ভুলি না,
কাঁটার ঘায়ে রক্ত ঝরেছে তবু কালো মেয়ে
ফুল ছিঁড়ে ছিঁড়ে বাসর গড়ি,প্রথম ভালোবাসা
অনেক যতœ করে আজও পুষে রাখি।
পরিচিতি : সাবেক সভাপতি, ডিইউজে/ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়