শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ০৫:৩৫ সকাল
আপডেট : ১২ মে, ২০১৮, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়রা বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশগত ঝুঁকি এড়াতে বসানো হবে ইএসপি ও এফজিডি

জুয়াইরিয়া ফৌজিয়া : দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্র বন্দরকে ঘিরে গড়ে উঠেছে ৯ হাজার মেগাওয়াটের পাওয়ার হাব। আর এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত ঝুঁকির দিক বিবেচনা করে এ প্রকল্পটিতে ব্যবহার করা হবে ইএসপি ও এফজিডি পদ্ধতি। এছাড়া ২০১৯ এর মধ্যে ৬’শ ৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ও দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পায়রা বিদ্যুৎ হাবে নির্মাণাধীন কেন্দ্রটি ছাড়াও নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এনডাব্লিউপিজিসিএল ও চীনের সিএমসি (চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশেন) এর সঙ্গে সমান অংশীদারিত্বে আরও ১ হাজার ৩’শ ২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক এবং জার্মানির সিমেন্স এজির সঙ্গে ৩ হাজার ৬’শ মেগাওয়াট এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া এ স্থানে ১’শ মেগাওয়াটের একটি সৌর ও ৫০ মেগাওয়াটের একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে।

পদ্মা সেতু নির্মাণের সাথে সাথে এই এলাকায় অন্তত ১২ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তৈরি হবে। আর এই চাহিদার ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎই আসবে এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়