শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ০৫:৩৩ সকাল
আপডেট : ১২ মে, ২০১৮, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লবণ মাখানো কাঁচা আম খাওয়া হলো না প্রকৌশলী মোস্তাফিজের

ইসমাঈল হুসাইন ইমু : স্ত্রীকে বলেছিলেন কাঁচা আম কেটে লবণ দিয়ে মেখে রাখতে। কৃষ্ণচূড়া উৎসব থেকে ফিরে খাবেন সেই লবণ মাখানো কাঁচা আম। এরপর ছেলেকে নিয়ে কোচিং সেন্টারে দিয়ে কৃষ্ণচুড়া উৎসবের জন্য ধানমন্ডি লেকের দিকে রওয়ানা দেন তিনি। কিন্তু বাসায় ফিরে আর কাঁচা আম খাওয়া হলো না প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের। ঘাতক কৃষ্ণচুড়ার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, মোস্তাফিজ বেশকজন কৃষ্ণচূড়াপ্রেমীকে নিয়ে গড়ে তুলেছিলেন একটি সংগঠন। উদ্যোগ নিয়েছিলেন কৃষ্ণচূড়া উৎসবের। অথচ গতকাল শুক্রবার সেই উৎসবের দিন সকালে সেই কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ার সময় সেটির নিচে চাপা পড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী গোলাম হোসেন জানান, ধানমন্ডির ৩/এ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক মোস্তাফিজুর রহমান। প্রতিদিন সকালেই হাঁটতেন তিনি। তা ছাড়া শুক্রবার একটি চায়ের দোকানে একত্র হতেন কৃষ্ণচূড়াভক্তদের সঙ্গে। দেশব্যাপী কৃষ্ণচূড়াকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন ছিল তার। সকালে কৃষ্ণচূড়া উৎসব উপলক্ষে ধানমন্ডির বিভিন্ন কৃষ্ণচূড়া গাছে ব্যানার ঝুঁলিয়ে দেওয়া হয়েছিল। তেমন একটি গাছে লাগানো ব্যানারের ছবি মোবাইল ফোনে তুলছিলেন তিনি। অকস্মাৎ শিকড় উপড়ে সেই গাছটি হেলে পড়তে থাকে। তা দেখে আশপাশের লোকজন তাকে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু ছবি তোলায় মগ্ন মোস্তাফিজুরের এসব দিকে খেয়াল ছিল না। মুহূর্তে গাছ এসে পড়ে তার মাথার ওপর। সবাই ছুটে গিয়ে গাছের তলা থেকে বের করে আনেন তার প্রাণহীন দেহ।

পারিবারিক সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান একজন বস্ত্র প্রকৌশলী ছিলেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। কর্মজীবনের শুরুতে যোগ দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। পরে তিনি সরকারি চাকরিতে ঢোকেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়