শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ০৫:২১ সকাল
আপডেট : ১২ মে, ২০১৮, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছেন সরকার : বি চৌধুরী

রাজু আনোয়ার: ‘গণতন্ত্র নির্বাসনে’ পাঠিয়ে দিয়েছেন বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিকল্পধারা বাংলাদেশে প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্বাধীনতাসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ এবং প্রয়াত জাতীয় নেতা মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমান এবং এমএজি ওসমানী স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি।

সংবাদপত্রে প্রকাশিত হয়েছে দেশ থেকে দুই লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে মন্তব্য করে বি চৌধুরী প্রশ্ন রেখে বলেন, এই টাকা চুরি করেছে কারা?

এই টাকা সাধারণ মানুষের টাকা, কষ্টের টাকা, শ্রমের টাকা মন্তব্য করে তিনি অভিযোগ করে বলেন, সরকারের পৃষ্ঠপোষক, সরকারের লোকজন এই টাকা চুরি করেছে।

সরকারের আগেও দেশের অবস্থা এমনই ছিল যে সাবেক অর্থ্ন কিবরিয়া ও সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাষ্টারকে খুন খরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা এমন দেশ চাই যেখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, সুন্ত্রাস, দুর্নীতি থাকবে না।

তিনি জানান, ড. কামাল হোসেন ওয়াদা দিয়েছেন গণতন্ত্রের জন্য তিনি আমার সাথে কাজ করবেন।জাতীয় বৃহত্তর স্বার্থে এটা শুভ লক্ষ্মণ।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সারাদেশের মানুষকে বিভক্ত করেছে। তারা মানুষকে সাচ্চা আওয়ামী লীগ বানাতে চায়।

‘জনগণ ক্ষিপ্ত’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এদের বিচার করার আগে বিচারপতিদের বিচার করবে জনগণ। বিচার বিভাগকে হত্যা করেছেন মাহমুদ হোসেন গং।

‘ভারত থেকে সাবধান না হলে বাংলাদেশ সিকিম হয়ে যাবে’ বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।

জাসদ সভাপতি আসম রব বলেন, সারাদেশের ৯০ ভাগ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে । মাত্র ১০ ভাগ তাদের পক্ষে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা সেই আন্দোলন করার চেষ্টা করব, যেই আন্দোলন করার ফলে সরকার নির্বাচন দিতে বাধ্য হবে।’

আলোচনাসভা শেষে দোয়া করা হয় শহীদদের স্মরণে। বিকল্প যুবধারার সভাপতি ওবায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়