শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ১২ মে, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৭ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী, আলোচনা সভা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা : কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের ৭৭ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ে পূর্ণমিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা- ০৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুল হাসান ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক রতন, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া প্রমূখ।

অনুষ্টানের প্রধান অতিথি রাজী মোহাম্মদ ফখরুল এমপি বলেন, ইসলামী মৌলবাদ আজ উগ্র পন্থায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে রাজনৈতিক ফয়দার জন্য, আমি আশা করবো ধর্মকে রাজনৈতিতে মিশিয়ে ধর্মের অপপ্রচার যেন না করি। ধর্ম যার যার এই দেশ আমাদের সবার। একটি স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আসুন সকলে মিলে দেশ প্রেম নিয়ে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়