শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ১০:০৪ দুপুর
আপডেট : ১২ মে, ২০১৮, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশের বুকে আমরাও নাম লিখিয়েছি: জুনাইদ আহমেদ পলক

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমরাও মহাকাশের বুকে নাম লিখিয়েছি। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ও বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ যে সক্ষম তা আবারও প্রমাণ হলো। মাননীয় প্রধানমন্ত্রী তা আবারও প্রমাণ করে দিলেন।

শুক্রবার (১১ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশের পথে উড়াল দেয় বঙ্গবন্ধু-১। এই স্যাটেলাইট উৎক্ষেপণের দিয়ে অবস্মরণীয় এক অর্জন হলো বাংলাদেশের। বহু আগেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছে। এবার মহাকাশেও লাল সবুজের গৌরবগাঁথা দেখল বিশ্ব। ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠালো বাংলাদেশ।

স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর  কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘এই স্যাটেলাইটের উৎক্ষেপণ বিশ্ববাসীর কাছে আমাদের আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে’। এই ঘটনায় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী  বলেন, ‘তিনি বলেছেন, আমরাও যে পারি তা আবারও প্রমাণ হলো। এই আনন্দঘন মুহুর্ত ও ঘটনা তরুণ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে’।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর সেখানে উপস্থিত বাংলাদেশিরা উৎসবে মেতে ওঠেন। বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দলসহ দেশি-বিদেশি দর্শকরা বৃহস্পতিবারের মতো পর্যবেক্ষণ গ্যালারির ‘স্যাটার্ন-ফাইভ’ এ অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেই তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট বহনকারী ফ্যালকন-৯ রকেটের সফল উৎক্ষেপণ দেখেন। দর্শকদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন সংসদ সদস্য, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর সজীব ওয়াজেদ জয় আনন্দে কেঁদে ফেলেন। তিনি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন।

এ পর্যন্ত কয়েকবার তারিখ বদলানোর পর আজ প্রতীক্ষার অবসান হলো। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ফ্যালকন-৯ ব্লক-৫ রকেটের চেপে আকাশে উড়াল দেয় সাড়ে তিন হাজার কেজি ওজনের এই স্যাটেলাইট। রকেটটি মহাকাশে বাংলাদেশের ভাড়া নেওয়া অরবিটার স্লট ১১৯.৯ ডিগ্রিতে নিয়ে যাবে স্যাটেলাইটটিকে। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়