শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ০১:৩০ রাত
আপডেট : ১২ মে, ২০১৮, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণে ভিডিও বাতায় প্রধানমন্ত্রীর অভিনন্দন(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই মুহুতে যারা  বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ কাযক্রম দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। সফলভাবে উৎক্ষেপণের ঐতিহাসিক মুহূতকে স্মরণীয় করে রাখতে  ভিডিও এ অভিনন্দন জানান তিনি।

‘জয় বাংলা স্লোগান নিয়ে’ মহাকাশের পথে পাড়ি জমাল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। আজ শুক্রবার (১১ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশের পথে উড়াল দেয় বঙ্গবন্ধু-১।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজথেকে আমরাও স্যাটেলাইট ক্লাবের সদস্য হয়ে গেলাম। প্রবেশ করলাম এক নতুন যুগে। এই স্যাটেলাইট দিয়ে ভারত,নেপাল,ভূটান,শ্রীলঙ্কাসহ বেশ কিছু দক্ষিণ এশিয়ার অবস্থিত দেশগুলোকে সেবা প্রদান করা সম্ভব হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিটিআরসি থেকে প্রকল্প গ্রহণ করে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিমাণ ও উৎক্ষেপণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও প্রকল্প-স্যাটেলাইট বিভাগে সদস্যদের। আমি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে যারা এই কাজে সাহায্য করেছে। আমি আরও ধন্যবাদ জানায় রাশিয়াকে কারণ তারা আমাদের তাদের কক্ষ পথ ভাড়া দেওয়ায়।

প্রিয়দেশবাসী আপনারা সকলে দোয়া করবেন। যাতে  বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্য পুরণ করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট শুভ উৎক্ষেপণ ঘোষণা করছি।

এই স্যাটেলাইট উৎক্ষেপণের দিয়ে অবস্মরণীয় এক অর্জন হলো বাংলাদেশের। বহু আগেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছে। এবার মহাকাশেও লাল সবুজের গৌরবগাঁথা দেখল বিশ্ব। ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠালো বাংলাদেশ।

 

https://www.facebook.com/channelitv/videos/1930626210322347/

  • সর্বশেষ
  • জনপ্রিয়