শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ মে, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ১২ মে, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরের মেঘনায় ক্লিংকার বোঝাই জাহাজডুবি, উদ্ধার ১২

ডেস্ক রিপোর্ট : চাঁদপুরের মেঘনা নদীতে এক হাজার টন ক্লিংকার বোঝাই এমভি মিলিনিয়াম-১ নামের একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজ থেকে মাস্টারসহ ১২ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ মে) সন্ধ্যা ৭টায় চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ও গাজীপুর ইউনিয়নের মাঝামাঝি স্থান কাটাখালি মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ১২ শ্রমিক হলেন- জাহাজের মাস্টার শামছুল হক, শ্রমিক বেলায়েত হোসেন, মো. জাহির, মো. নুরুন্নবী, মো. বেলায়েত হোসেন, মো. বদিউজ্জামান, মো. জাহিদ হোসেন, মোহাম্মদ আলী, মানিক মিয়া, মো. সুমন, নুরুন্নবী-২ ও মো. নয়ন।
জাহাজের মাস্টার শামছুল হক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১০ মে) দিনগত রাত ২টায় এক হাজার টন ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে চট্টগ্রাম থেকে জাহাজটি ছেড়ে আসে। পথে ঘটনাস্থলে পৌছলে নারায়গঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এমভি শাফাতুল হক-২ জাহাজের ধাক্কায় এমভি মিলিনিয়াম ডুবে যায়। এসময় ওই স্থান দিয়ে যাওয়া এমভি ওশান লাইট নামে অপর জাহাজ ১২ শ্রমিককে উদ্ধার করে। তবে লস্কর নুরুন্নবী ও বাবুর্চি নয়ন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, খবর পেয়ে আমরা ওই জাহাজের ১২জনকে উদ্ধার করেছি। এমভি মিলিনায়ম জাহাজটি ক্লিংকার বোঝাই ছিলো। আর অপর জাহাজটি সম্পর্কে এখনো কোন তথ্য পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছি। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়