শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ০৪ মে, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ‘হোয়াইট হেলমেট’কে সাহায্য বন্ধ করল যুক্তরাষ্ট্র

রাশিদ রিয়াজ : সিরিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোয়াইট হেলমেট’কে আর কোনো অর্থ সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। সিরিয়ায় গৃহযুদ্ধে আহতদের উদ্ধার ও তাদের চিকিৎসা সহ অন্যান্য ধরনের সহায়তা দিত সংগঠনটি। রুশ মিডিয়ায় সম্প্রতি অভিযোগ ওঠে হোয়াইট হেলমেটের সদস্যরা শিশুদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের ভুয়া ফুটেজ প্রচার করে। সংগঠনটির একজন নেতা রায়েদ সালেহ মার্কিন মিডিয়া সিবিএস কে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে তাদের আর অর্থ সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। দুই মাস আগে তাদের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদফতর বলছে, হোয়াইট হেলমেটের কার্যকলাপ পর্যালোচনা করা হচ্ছে। কিন্তু রায়েদ সালেহ বলেন, পর্যালোচনার বিষয়টি তাদের আগেভাগে জানানো হয়নি। অর্থ পাওয়া না গেলে এক থেকে দুই মাসের মধ্যে হোয়াইট হেলমেটের কাজ বন্ধ হয়ে যাবে।

হোয়াইট হেলমেটের পক্ষ থেকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র বিক্রির অভিযোগ ওঠার পর ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়া সরকার বরাবরাই রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা প্রত্যাখ্যান করে আসছে। স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়