শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ১১:০৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৮, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরফান-সাদিয়ার ‘তুমি শুধু তুমি’

আবু সুফিয়ান রতন : প্রথমবারের মত একসঙ্গে ছোট পর্দায় জুটি বাঁধলেন চিত্রনায়িকা সাদিয়া ও ইরফান সাজ্জাদ। তাদের দেখা যাবে ‘তুমি শুধু তুমি’ শিরোনামের একটি নাটকে। আহসান হাবিব সকালের রচনায় এটি নির্মাণ করেছেন তায়িবুর রহমান আরিফ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা।

নাটকটিতে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন অলিভ চরিত্রে। সাদিয়া থাকছেন রুনা চরিত্রে। গল্পে দেখা যাবে, রুনা কোন কিছুতেই মনটাকে স্থির করতে পারছেনা । এ নিয়ে স্বামী আকাশের সাথে মান অভিমানের বেড়াজাল সৃষ্টি হয়। সে জাল কেটে কোনভাবেই বের হয়ে আসতে পারে না রুনা। তাই সিদ্ধান্ত নেয় সে যাবে অলিভের কাছে । একবারের জন্যে হলে ও সে মুখোমুখি হবে তার। জানতে চাইবে কেন সে তাকে মানসিক র্টচারের ভেতর রেখেছে? আকাশ কে না জানিয়েই রওনা করে রুনা অলিভের উদ্দেশ্য। অলিভের বাসায় হাজির হয় পুলিশসহ। বাড়ীতে গিয়ে কাউকে পায়না রুনা। এবার বাড়ীর দরজার সম্মুখে দেখা হয় রুনার এক সহপাঠি কণার সাথে। কণার কাছে জানতে পারে অলিভের কথা। জানতে পারে আজ অলিভ তার জন্যেই মৃত্যুর প্রহর গুনছে। শোনে চমকে উঠে রুনা। তারপর গল্প অন্য দিকে মোড় নেয়।

সাদিয়া বলেন, প্রথমবারের মত সাজ্জাদ ভাইয়ের সঙ্গে ছোট পর্দায় কাজ করেছি। নাটকের গল্পটি অনেক চমৎকার। আশাকরি দর্শক আমাদের রসায়ন উপভোগ করবেন।

ইরফান বলেন, সাদিয়া অনেক ভালো অভিনয় করেন। বড় পর্দার মত ছোট পর্দায়ও সে ভালো করবে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়