শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ১১:০৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৮, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরফান-সাদিয়ার ‘তুমি শুধু তুমি’

আবু সুফিয়ান রতন : প্রথমবারের মত একসঙ্গে ছোট পর্দায় জুটি বাঁধলেন চিত্রনায়িকা সাদিয়া ও ইরফান সাজ্জাদ। তাদের দেখা যাবে ‘তুমি শুধু তুমি’ শিরোনামের একটি নাটকে। আহসান হাবিব সকালের রচনায় এটি নির্মাণ করেছেন তায়িবুর রহমান আরিফ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা।

নাটকটিতে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন অলিভ চরিত্রে। সাদিয়া থাকছেন রুনা চরিত্রে। গল্পে দেখা যাবে, রুনা কোন কিছুতেই মনটাকে স্থির করতে পারছেনা । এ নিয়ে স্বামী আকাশের সাথে মান অভিমানের বেড়াজাল সৃষ্টি হয়। সে জাল কেটে কোনভাবেই বের হয়ে আসতে পারে না রুনা। তাই সিদ্ধান্ত নেয় সে যাবে অলিভের কাছে । একবারের জন্যে হলে ও সে মুখোমুখি হবে তার। জানতে চাইবে কেন সে তাকে মানসিক র্টচারের ভেতর রেখেছে? আকাশ কে না জানিয়েই রওনা করে রুনা অলিভের উদ্দেশ্য। অলিভের বাসায় হাজির হয় পুলিশসহ। বাড়ীতে গিয়ে কাউকে পায়না রুনা। এবার বাড়ীর দরজার সম্মুখে দেখা হয় রুনার এক সহপাঠি কণার সাথে। কণার কাছে জানতে পারে অলিভের কথা। জানতে পারে আজ অলিভ তার জন্যেই মৃত্যুর প্রহর গুনছে। শোনে চমকে উঠে রুনা। তারপর গল্প অন্য দিকে মোড় নেয়।

সাদিয়া বলেন, প্রথমবারের মত সাজ্জাদ ভাইয়ের সঙ্গে ছোট পর্দায় কাজ করেছি। নাটকের গল্পটি অনেক চমৎকার। আশাকরি দর্শক আমাদের রসায়ন উপভোগ করবেন।

ইরফান বলেন, সাদিয়া অনেক ভালো অভিনয় করেন। বড় পর্দার মত ছোট পর্দায়ও সে ভালো করবে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়