শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ০১ মে, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রীতি জিনতার জন্য আইপিএল জিততে চান ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। দেখতে দেখতে ১০ বছর পেরিয়ে গেছে। নতুন অনেক দলের দেখা মিলেছে। অনেক দল বাদ পড়েছে। কেউ ম্যাচ পাতানোর অপরাধে নিষিদ্ধ হয়েছে, ফিরেও এসেছে আবার। কিন্তু একটি দল ছিল সব সময়-কিংস ইলেভেন পাঞ্জাব। আর পাঞ্জাবের ম্যাচ মানেই দেখা মিলত একটি পরিচিত মুখ, প্রীতি জিনতা।

প্রতি ম্যাচেই নেচে, পতাকা দুলিয়ে দলকে সমর্থন জানান দলটির মালিকদের একজন এই বলিউড তারকা। কিন্তু এই ১০ বছরে তার এমন আবেগ, অনুপ্রেরণার প্রতিদান দিতে পারেনি পাঞ্জাব। এবার সেটা বদলাতে চান ক্রিস গেইল। প্রীতির জন্য হলেও পাঞ্জাবকে আইপিএল জেতাতে চান উইন্ডিজ ওপেনার।
এবারের আইপিএলে পাঞ্জাবের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ৭ ম্যাচের ৫টিই জিতেছে পাঞ্জাব। এর পেছনে দারুণ ভূমিকা আছে গেইলের। টানা তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন। এমনটা পুরো টুর্নামেন্টই করে দেখাতে চান গেইল, ‘কিংস ইলেভেন পাঞ্জাব কখনো জেতেনি এটা। দলের মালিক প্রীতি জিনতা এত অসাধারণ, এত উৎসাহী! এভাবে খেলোয়াড়দের উৎসাহ দেন, সেটা দারুণ। আমার মতে এ বছর আইপিএল জেতা উচিত তার।’ এতে অবশ্য নিজেরও অপূর্ণ এক ইচ্ছা পূর্ণ হবে গেইলের। এখনো পর্যন্ত যে আইপিএল জেতা হয়নি তার নিজেরও।
টাইমস অব ইন্ডিয়াকে নিজের ইচ্ছের কথা জানাতে গিয়ে আরেকটি কথাও জানিয়েছেন এ ব্যাটিং দানব। তিনি বলেন, ‘দু’টো জিনিস চাই। এবারের আইপিএল জিততে চাই এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগামী বছর বিশ্বকাপ জিততে চাই। আমি মনে করি ২০১৯ বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজের।’ প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়