শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০১:০৮ রাত
আপডেট : ০১ মে, ২০১৮, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিকশাকে বাঁচাতে আইল্যান্ডে বিআরটিসির বাস!

সুজন কৈরী : রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে উল্টোপথে আসা একটি রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস আইল্যান্ডের উপর উঠে গেছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে রিকশাকে বাঁচাতে নয়, বাসটি ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। অল্পের জন্য উল্টে যায়নি বাসটি।

প্রত্যক্ষদর্শী ও ওই এলাকায় মেট্রোরেলে কাজ করা কর্মীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সরকারি কর্মচারী বহনকারী বিআরটিসির একটি ডাবল ডেকার বাস যাচ্ছিল। উল্টোদিক থেকে একটি রিকশা যাত্রীসহ আসছিল। ওই রিকশাটিতে বাঁচানোর জন্য বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। ঘটনার পরপরই যাত্রীরা দ্রæত বাস থেকে বেরিয়ে যান। অল্পের জন্য বাসটি উল্টে যায়নি।

তবে এ বিষয়ে ডিএমপির ট্রাফিক পশ্চিমের শেরেবাংলা নগর এলাকার সহকারী কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, কোনো রিকশাকে বাঁচানোর জন্য নয়, বাসটির ব্রেক ঠিকমতো কাজ করছিল না। একারণে এ ঘটনা ঘটেছে। বাসটি বড় ও ডাবল ডেকার হওয়ায় আমাদের রেকার নিয়ে তা সরানো যায়নি। পরে অন্য বাসের সহযোগিতায় ও পুলিশের বড় রেকার ডেকে বাসটি সরানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়