শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ১২:৪৭ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৮, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মে দিবসকে ঘিরে শ্রীলংকায় ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল : মে দিবসের প্রাক্কালে শ্রীলংকায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দিবসটি উপলক্ষে দ্বীপ রাষ্ট্রটিতে বড় আকারের সভা-সমাবেশের আয়োজন করা হয়।
কলম্বোর মার্কিন দূতাবাস থেকে জারি করা এই সতর্কবার্তায় উল্লেখ করা হয় যে ১-৭ মে’র মধ্যে বিভিন্ন গ্রুপ ও রাজনৈতিক দল শ্রমিক দিবসের প্রতি সংহতি প্রকাশ করে শোভযাত্রা ও সমাবেশের আয়োজন করবে।
কলম্বো, জাফনা, গ্যালে ও বাত্তিকালোয়ার মতো জ্ঞাত স্থানগুলো ছাড়াও অন্যান্য স্থানের জন্য এই সতর্কতা জারি করা হয়।
এসব সমাবেশ শান্তিপূর্ণ হবে বলে দূতাবাস আশা করে। কিন্তু এ সময়ে জনগণকে সড়কে প্রতিবন্ধকতা ও যানচলাচলে বিঘœ ঘটার ব্যাপারে সচেতন থাকতে হবে।
এমনকি শান্তিপূর্ণ সমাবেশ যে কোন সময় সংহাতপূর্ণ রূপ নিতে পারে এবং সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে দূতাবাস তার নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
দূতাবাস আরো বলে, আপনাকে বিক্ষোভ সমাবেশের এলাকাগুলো এড়িয়ে চলতে হবে এবং কাছাকাছি যদি কোন বড় সমাবেশ, বিক্ষোভ বা প্রতিবাদ থাকে তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে। অপ্রত্যাশিতভাবে বড় সমাবেশ বা বিক্ষোভের মুখোমুখি হলে সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কিন নাগরিকদে সর্বশেষ স্থানীয় খবর জানা এবং লো-প্রোফাইলে থাকতে বলা হয়েছে। - সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়