শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ১২:২৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৮, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ সালাহ নিষিদ্ধ হতে পারেন!

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সালাহ ঘালিকে বলা হয়ে থাকে মিশরের মেসি। একের পর এক সাফল্য ক্রমেই তার অবস্থানকে সুসংহত করছে ফুটবলে। ‘ব্যালন ডি অর’ জয়ের দৌড়ে পাল্লা দিচ্ছেন মেসির সাথে। তবে এবার মুদ্রার উল্টোপিঠ দেখতে হচ্ছে লিভারপুলের এই তারকাকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির খেলোয়াড়কে আঘাত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত শনিবার অনুষ্ঠিত ম্যাচটির ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে ফুটবল এসেসিয়েশন (এফএ)। অভিযোগ প্রমাণিত হলে লিগে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। অবশ্য চলতি মৌসুমে লিগে আর মাত্র ২টি ম্যাচ রয়েছে লিভারপুলের।

লিগে নিজেদের ৩৬তম ম্যাচে স্টোক সিটির মুখোমুখি হয়েছিলো লিভারপুল। খেলাটি ছিলো লিভারপুলের মাঠে। তারপরও সমানতালে লড়াই করেছে স্টোক সিটি। ফলে প্রথমার্ধ ছিলো গোলশূন্য। এমনকি দ্বিতীয়ার্ধও গোলশূন্যভাবে এগিয়ে যাচ্ছিলো। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচের বিরতির কিছুক্ষণ আগে স্টোক সিটির ডিফেন্ডার ব্রুনো মার্টিনস ইন্ডির সঙ্গে বল দখলের সময়ে তার মুখে আঘাত করে বসেন সালাহ। এরপর ম্যাচ শেষে সালাহর বিপক্ষে অভিযোগ আনে স্টোক সিটি।

সেই অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে এফএ। এজন্য তিন সদস্যের একটি প্যানেলও গঠন করা হয়েছে। এফএর আইনে বলা আছে, যদি খেলা চলাকালীন ম্যাচ পরিচালনাকারীরা মাঠের সহিংস ঘটনাগুলো ভুলবশতঃ দেখতে না পারেন তবে সাবেক রেফারিদের প্যানেলের সদস্যরা তাদের সর্বসম্মতিক্রমে ঐ খেলোয়াড়কে লাল কার্ড প্রদান করতে পারেন।

সেক্ষেত্রে ভিডিও ফুটেজে সালাহর দোষ প্রমাণিত হলে লাল কার্ডের কারণে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন লিভারপুলের মিশরীয় এ তারকা খেলোয়াড়। ফলে লিগের বাকি দুই ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে সালাহকে। আর একটি ম্যাচ আগামী মৌসুমে খেলতে পারবেন না সালাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়