শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ০১ মে, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের শীষের পক্ষে ২০ দলীয় জোট, নৌকার পক্ষে মাঠে নেই মহাজোট

আবুল বাশার নূরু: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতারা। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট শরিকরা এখনও নৌকা প্রতীকের পক্ষে মাঠে নামেননি।

সোমবার গাজীপুর সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকারের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন ২০ দলীয় জোট নেতারা। মাথায় সবুজ ক্যাপ লাগিয়ে হ্যান্ড মাইক নিয়ে তারা পায়ে হেঁটে বিভিন্ন অলিগলিতে প্রচারণা চালাচ্ছেন। পথসভা করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন ২০ দলীয় জোট নেতারা।

সারাদিন বিভিন্ন এলাকা ঘুরেও নৌকা মার্কার পক্ষে কোনো গণসংযোগ দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ দলীয় জোটসহ মহাজোটের কোনো নেতা এখনও নৌকার জন্য মাঠে নামেননি। জাতীয় পার্টির মেয়র প্রার্থী এবং জাসদের মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও তারা এখনও নীরব রয়েছেন।

মহাজোট শরিক ছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকেও মাঠে দেখা যাচ্ছে না। জানা গেছে, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমতউল্লাহ খান একদিন নৌকার জন্য ভোট চেয়েছিলেন। আওয়ামী লীগ মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঙ্গে তিনটি পথসভায় বক্তব্য রেখেছিলেন তিনি। গাজীপুর সদর থানার সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন এখনও মাঠে নামেননি।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিনও দলীয় মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। আদালত এলাকায় ঘুরে দেখা গেল, বিএনপিপন্থী আইনজীবীরা সংগঠিতভাবে ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগপন্থী আইনজীবীরা নীরব ভূমিকা পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়