শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ১১:২২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার এমআই-৬ প্রধান হচ্ছেন একজন নারী

নূর মাজিদ: ব্রিটিশ গোয়েন্দা প্রধান এমআই-৬ প্রধান অ্যালেক্স ইয়ংগার তার উত্তরসূরি হিসেবে একজন নারীকে নিয়োগ দিতে চলেছেন। ইয়ংগারের সঙ্গে বিরুপ সম্পর্ক রয়েছে এমন সাংবাদিকেরা গোপন এই তথ্য ফাঁস করে দিলেন। তারা জানান, নিজের সংস্থার পরবর্তী প্রধান হিসেবে ইয়ংগার চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। এই তালিকা তিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন । তাদের অনুমোদন সাপেক্ষেই সংস্থাটির পরবর্তী প্রধান নিয়োগ দেয়া হবে।

তবে একজন নারীকে নিয়োগ দেয়া হলে তা হবে এমআই-৬ এর ইতিহাসের প্রথমে। সাম্প্রতিক সময়ে নিজেদের কর্মীবাহিনীতে বৈচিত্র্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এই লক্ষ্যে দেশটির সংখ্যালঘুদের মধ্য অনেক নারী কর্মীকেও সংস্থাটি নিয়োগ দিয়েছে। ইতোপূর্বে বর্তমান প্রধান অ্যালেক্স ইয়ংগার বলেছিলেন, এজেন্টদের সম্পর্কে সমাজে ভুল ধারণা প্রচলিত থাকায় অনেক মেধাবী লোকই গোয়েন্দা কার্যক্রমে যুক্ত হচ্ছেন না। ফলে সম্ভাব্য তরুণ মেধা হারাচ্ছে গোয়েন্দা সংস্থাটি।

এমএই-৬ মূলত বিদেশে ব্রিটিশ স্বার্থ সুরক্ষায় গোপনে কাজ করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে সিআইএ একই ধরণের গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত। সেখানে সম্প্রতি জিনা হ্যাস্পেলকে সংস্থাটির প্রথম নারীপ্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়