শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মে দিবসের আলো পৌঁছেনি ঢাকার নির্মাণ শ্রমে

রুহুল আমিন : যে আলো দুনিয়া আলোকিত করেছে। অধিকার আদায়ে করে নিতে প্রতিবাদের ভাষা শিখিয়েছে।মর্যাদা দিয়েছে শ্রমিক সমাজকে। সে আলো পৌঁছেনি রাজধানী ঢাকার নির্মাণ শ্রমে। নির্মাণ শ্রমিকদের শ্রম-দাসে পরিণত হয়ে আছে বা শ্রমিকদের দাসে পরিণত করে রাখা হয়েছে ।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে কাজ করতে থাকা নির্মাণশ্রমিকদের সাথে কথা বলে জানাগেল, মে দিবসে তাদের কোন ছুটি নাই এবং মে দিবসে কাজ করার জন্য থাকবে না কোন বিশেষ ভাতা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা। অন্যসব সাধারণ কর্মদিনের মতই কাটবে তাদের ব্যস্ততম কর্মদিবস। বাংলাদেশের রাজধানী ঢাকার আবস্থান করলেও জাতীয় দিবস গুলোতেও শ্রমিকদের ছুটি থাকে না বা মালিক পক্ষ ছুটি দেয় না। গত পয়েলা বৈশাখ বা ২৬ মার্চের দিনেও কোন প্রকার ছুটি ছিল না।

জাতীয় দিবস ও সরকারি ছুটির দিনেও কাজ করার বিনিময়ে কোন বাড়তি ভাতা বা খাওয়া দাওয়ার দেয় না মালিক পক্ষ। সাহাব উদ্দিন( ২৮) তিন মাস পর্যন্ত কাজ করছেন। এর মধ্যে ২৬ মার্চ, পয়েলা বৈশাখের ছুটি বা বিশেষ ভাতা কোনটাই পাননি।

মাজহারুল ইসলাম ( ৫২) নিরাপত্তা বিভাগে কাজ করেন তিনি। এ নির্মাণ সাইটে দিনে ২৪ ঘন্টা মাসে ১১.৫০০ টাকা বিনিময়ে কাজ করছেন। মাজহারুল ইসলাম বলেন, ২-৩ মাসেও একবার ছুটি দিতে চায় না এমনকি সাপ্তাহিক শুক্রবারের ছুটিটাও তিনি পান না। মাসে ত্রিশদিনই তাকে টানা ডিউটি করতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়