শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সুয়াগাজীতে সংবাদ সম্মেলন

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লায় মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক বাংলার আলোড়ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করে সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী।

রোববার বিকেলে সদর দক্ষিন উপজেলার সুয়াগাজীর একটি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী সৈয়দ মো. ফেরদৌস এবং তার ছেলেদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।

পূর্ব জোরকানন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পূর্ব জোরকানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারিছ মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল উদ্দিন কামাল এবং ভুক্তভোগী ব্যবসায়ী সৈয়দ মোঃ ফেরদৌসসহ আরো অনেকে।

বক্তারা বলেন, এলাকায় সৎ ও নিষ্ঠাবান ব্যক্তির বিরুদ্ধে পত্রিকায় যে কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যেপ্রণোদিত বলে উল্লেখ করে তারা এর তীব্র প্রতিবার ও নিন্দা জানান।

গত ২২ এপ্রিল কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক বাংলার আলোড়ন পত্রিকায় ‘সুয়াগাজী চোরাকারবারী ও মাদকসেবীদের কাছে অসহায় মানুষ’ শিরোনামে সংবাদে সৈয়দ মো. ফেরদৌসকে মাদকের ডন হিসেবে উল্লেখ করা হয়।

সৈয়দ মোঃ ফেরদৌস বাদী হয়ে পত্রিকার প্রধান সম্পাদক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টদের অভিযুক্ত করে কোটি টাকার মানহানী মামলা দায়ের করেন। আদালতে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়