শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৯:২৫ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে বসে ডিজিটাল রাজনীতি করলে দেশে আন্দোলন হবে না

ডেস্ক রিপোর্ট : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকের বিএনপিকে তারেকনির্ভর হলে চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে ডিজিটাল রাজনীতি করলে দেশে আন্দোলন হবে না। দেশের নেতা-কর্মীদেরই আন্দোলন করতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সাবেক মন্ত্রী প্রয়াত সুনীল গুপ্তের স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুনীলগুপ্ত স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বিএনপি যতদিন পরিবারতন্ত্রে আবদ্ধ থাকবে, ততদিন নেত্রীর মুক্তি হবে না। এটা বিএনপির দুর্ভাগ্য। দেশের প্রতিটি মানুষ এখন পরিবর্তন চায়। বাংলাদেশের জনগণ পরিবর্তন চাইছে। পরিবারতন্ত্র ছেড়ে দিলে খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো হবে।

বিএনপিতে আন্দোলনের অনেক নেতা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের জন্য বিএনপির বহু নেতা আছেন। খালেদা জিয়াকে এখন সপ্তাহে তিনটি মামলার হাজিরা দিতে হয়। আপনারা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন না করে তার সুবিচারের আন্দোলন করুন। তিনি বলেন, আমি অনেকবার বলেছি, খালেদা জিয়ার মুক্তি চাই না। তার প্রতি সুবিচার প্রত্যাশা করি। আজ পর্যন্ত বিএনপি একবারও বলেনি তারা বিচার বিভাগের স্বাধীনতা চায়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়